বারাণসী থেকে ভোটে দাঁড়ানোর পরে নরেন্দ্র মোদী বলেছিলেন, ‘মা গঙ্গা আমাকে ডেকেছেন।’ বারাণসীর সাংসদ এবং প্রধানমন্ত্রী হওয়ার পরে নরেন্দ্র মোদী গঙ্গাকে দূষণমুক্ত করে তার পুনরুজ্জীবনের শপথ করেছিলেন। কিন্তু গত দশ বছরে মোদীর ‘নমামি গঙ্গে’ নিয়ে প্রচার হলেও সেই পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ বলে অভিযোগ তুলল কংগ্রেস।
শনিবার নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে ভোটগ্রহণের আগে কংগ্রেসের অভিযোগ, গঙ্গা এখন দশ বছর আগের থেকেও দূষিত। কিন্তু আদানির মতো বিভিন্ন সংস্থা, বিজেপির নেতারা গঙ্গাকে দূষণমুক্ত করার প্রকল্পের ঠিকা আদায় করে মুনাফা করেছেন।
কংগ্রেসের প্রধান মুখপাত্র তথা ইউপিএ সরকারের পরিবেশমন্ত্রী জয়রাম রমেশ আজ অভিযোগ তুলেছেন, নরেন্দ্র মোদী দশ বছর আগে ইউপিএ সরকারের ২০০৯-এ চালু করা ‘মিশন গঙ্গা’ প্রকল্পের নাম বদলে ‘নমামি গঙ্গে’ করে দেন। মিশন গঙ্গা-র দু’টি লক্ষ্য ছিল। দূষণমুক্ত ‘নির্মল গঙ্গা’ এবং বাধাহীন স্রোতের ‘অবিরল গঙ্গা’। ‘নমামি গঙ্গে’ প্রকল্পে অবিরল গঙ্গার লক্ষ্য বাদ যায়। মনমোহন সিংহের সরকার জাতীয় গঙ্গা নদী অববাহিকা কর্তৃপক্ষ তৈরি করেছিল। সেই সংস্থার নাম বদলে মোদী সরকার তা ১০ বছর হিমঘরে ঢুকিয়ে রেখেছে। দশ বছরে এই সংস্থার মাত্র দু’বার বৈঠক হয়েছে। গঙ্গার পুনরুজ্জীবনের জন্য সাতটি আইআইটি মিলে পরিকল্পনা করেছিল। তাতেও পদক্ষেপ করা হয়নি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)