Advertisement
E-Paper

আগামী বছর থেকেই অনলাইনে আইআইটি প্রবেশিকা পরীক্ষা

আগেই মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক জয়েন্ট এন্ট্রান্সের মেন পরীক্ষা অনলাইনে চালু করার কথা ঘোষণা করেছিল। এ বার আইআইটি প্রবেশিকা পরীক্ষাও অনলাইনে হয়ে যাচ্ছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৭ ১৩:১৯
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

এ বার থেকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি বা আইআইটি-তে প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে অনলাইনে। পড়ুয়ারা নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রে গিয়ে কম্পিউটারে পরীক্ষা দেবে। আগামী বছর থেকেই এই পদ্ধতি কার্যকর করা হবে। রবিবার জয়েন্ট অ্যাডমিশন বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডের তরফে জানানো হয়েছে, এ বছর শেষ বারের মতো অপটিক্যাল মার্ক রিডিং বা ওএমআর শিটে পড়ুয়ারা পরীক্ষা দিয়েছে।

আরও পড়ুন: সিনেমা হলে জাতীয় সঙ্গীত চলাকালীন না দাঁড়ানোয় গ্রেফতার ৩ কাশ্মীরি পড়ুয়া

জয়েন্ট অ্যাডমিশন বোর্ডের চেয়ারম্যান ভাস্কর রামমূর্তি রবিবার বলেন, ‘‘২০১৮ থেকে জেইই অ্যাডভান্সড পরীক্ষা অনলাইনে নেওয়া হবে। ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য যথাসময়ে পরবর্তী তথ্য জানানো হবে।’’ বোর্ডের এক সদস্য জানিয়েছেন, পরীক্ষাকেন্দ্রে যাতায়াত এবং মূল্যায়নের সুবিধার জন্যই এই পদক্ষেপ করা হয়েছে। পাশাপাশি তিনি জানিয়েছেন, অনলাইনে পরীক্ষা নেওয়ার জন্য উপযুক্ত পরিকাঠামো দরকার। সে জন্যই আগামী বছর থেকে নয়া পদ্ধতিতে পরীক্ষা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: এডস রোগীর রক্ত শরীরে ঢোকানোর চেষ্টা করে গ্রেফতার

আগেই মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক জয়েন্ট এন্ট্রান্সের মেন পরীক্ষা অনলাইনে চালু করার কথা ঘোষণা করেছিল। এ বার আইআইটি প্রবেশিকা পরীক্ষাও অনলাইনে হয়ে যাচ্ছে।

IITs Indian Institutes of Technology Joint Admission Board JAB আইআইটি
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy