Advertisement
০৫ ডিসেম্বর ২০২৫

‘মন দিয়ে লেখাপড়া...’ কথাটা খাটে না এঁদের ক্ষেত্রে

প্রচলিত অর্থে উচ্চশিক্ষিত বলা যায় না। কারও ‘শিক্ষা’ শেষ স্কুলেই। কেউ বা কলেজের গণ্ডি পার হননি। প্রথাগত ভাবে পড়াশোনা না করলেও সাফল্যের সিঁড়ি বেয়ে অনেকটাই উপরে উঠে গিয়েছেন এঁরা। জেনে নিন, এমন কয়েক জন তারকার কথা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৭ ১০:৫২
Share: Save:
০১ ০৯
বলিউডের প্রথম সারির নায়িকাদের তালিকায় একেবারে উপরের দিকেই রয়েছেন দীপিকা পাড়ুকোন। কিন্তু, জানেন কি, হাইস্কুলের পরই প্রথাগত ভাবে পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন তিনি! আর তাতে বেশ চটে গিয়েছিলেন দীপিকার মা-বাবা। তবে কেরিয়ারের খাতিরে বেছে নেওয়া সেই সিদ্ধান্ত যে খুব একটা ভুল ছিল না তা তো এখন বোঝাই যাচ্ছে। তাই না!

বলিউডের প্রথম সারির নায়িকাদের তালিকায় একেবারে উপরের দিকেই রয়েছেন দীপিকা পাড়ুকোন। কিন্তু, জানেন কি, হাইস্কুলের পরই প্রথাগত ভাবে পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন তিনি! আর তাতে বেশ চটে গিয়েছিলেন দীপিকার মা-বাবা। তবে কেরিয়ারের খাতিরে বেছে নেওয়া সেই সিদ্ধান্ত যে খুব একটা ভুল ছিল না তা তো এখন বোঝাই যাচ্ছে। তাই না!

০২ ০৯
কলেজে ভর্তি হয়েছিলেন বটে। তবে ক্রিকেটের নেশায় মাঝপথেই তা ছেড়ে বেরিয়ে আসেন। তাতে অবশ্য কপিল দেব নিখাঞ্জের স্বপ্নপূরণে বাধা হয়ে দাঁড়ায়নি। ১৯৮৩-তে লর্ডসের ব্যালকনিতে দেশের হয়ে প্রথম বার বিশ্বকাপের ট্রফি হাতে তুলে নিয়েছিলেন কপিলই।

কলেজে ভর্তি হয়েছিলেন বটে। তবে ক্রিকেটের নেশায় মাঝপথেই তা ছেড়ে বেরিয়ে আসেন। তাতে অবশ্য কপিল দেব নিখাঞ্জের স্বপ্নপূরণে বাধা হয়ে দাঁড়ায়নি। ১৯৮৩-তে লর্ডসের ব্যালকনিতে দেশের হয়ে প্রথম বার বিশ্বকাপের ট্রফি হাতে তুলে নিয়েছিলেন কপিলই।

০৩ ০৯
শিশুশিল্পী হিসেবে কেরিয়ারের শুরু। সেই বয়সেই যেন বুঝে গিয়েছিলেন, বলিউডের রাস্তাতেই পা বাড়াবেন। স্কুলের পর থেকেই প্রথাগত ভাবে পড়াশোনা ছেড়ে দেন। কাকা নাসির হুসেনের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেন। ১৯৮৮-এ ‘কায়ামত সে কায়ামত তক’-এ কাকার প্রযোজনাতেই প্রথম বার আমিরের হিরোগিরি দেখে বলিউড। বাকিটা তো ইতিহাস!

শিশুশিল্পী হিসেবে কেরিয়ারের শুরু। সেই বয়সেই যেন বুঝে গিয়েছিলেন, বলিউডের রাস্তাতেই পা বাড়াবেন। স্কুলের পর থেকেই প্রথাগত ভাবে পড়াশোনা ছেড়ে দেন। কাকা নাসির হুসেনের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেন। ১৯৮৮-এ ‘কায়ামত সে কায়ামত তক’-এ কাকার প্রযোজনাতেই প্রথম বার আমিরের হিরোগিরি দেখে বলিউড। বাকিটা তো ইতিহাস!

০৪ ০৯
পাড়ার মহল্লায় ছোট থেকেই চার-ছয়ের বন্যা বইয়ে দিয়েছেন। সেই ক্রিকেটের টানেই দশম শ্রেণির পর আর পড়াশোনা হয়নি সচিন তেন্ডুলকরের। তবে ১৬ বছর বয়সে প্রথম টেস্ট খেলার পর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে।

পাড়ার মহল্লায় ছোট থেকেই চার-ছয়ের বন্যা বইয়ে দিয়েছেন। সেই ক্রিকেটের টানেই দশম শ্রেণির পর আর পড়াশোনা হয়নি সচিন তেন্ডুলকরের। তবে ১৬ বছর বয়সে প্রথম টেস্ট খেলার পর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে।

০৫ ০৯
স্কুলে পড়াশোনার পাশাপাশি ফুটবল, ভলিবল বা অ্যাথলেটিক্স-এও ঝোঁক ছিল মেরি কমের। শেষমেশ অবশ্য বক্সিংকেই বেছে নেন তিনি। আর সেই সঙ্গে স্কুলকেও বিদায় জানান। ২০১৬-তে লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয় করে দেশের প্রথম মহিলা বক্সার হিসেবে ইতিহাস গড়েন তিনি।

স্কুলে পড়াশোনার পাশাপাশি ফুটবল, ভলিবল বা অ্যাথলেটিক্স-এও ঝোঁক ছিল মেরি কমের। শেষমেশ অবশ্য বক্সিংকেই বেছে নেন তিনি। আর সেই সঙ্গে স্কুলকেও বিদায় জানান। ২০১৬-তে লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয় করে দেশের প্রথম মহিলা বক্সার হিসেবে ইতিহাস গড়েন তিনি।

০৬ ০৯
খুব কম বয়স থেকেই মডেলিং করা শুরু করেন ঐশ্বর্যা রাই। কলেজে ঢুকলেও মাঝপথেই তা ছেড়ে দেন। ১৯৯৪-এ ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জয়ের পর বলিউড যাত্রা। এর পর হলি এবং বলি— দু’জগতেই সমান ভাবে দর্শক মাতিয়েছেন তিনি।

খুব কম বয়স থেকেই মডেলিং করা শুরু করেন ঐশ্বর্যা রাই। কলেজে ঢুকলেও মাঝপথেই তা ছেড়ে দেন। ১৯৯৪-এ ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জয়ের পর বলিউড যাত্রা। এর পর হলি এবং বলি— দু’জগতেই সমান ভাবে দর্শক মাতিয়েছেন তিনি।

০৭ ০৯
সেলিম খানের ছেলে হওয়ায় বলিউডের অন্দরমহলেই বড় হয়েছেন সলমন খান। কলেজ শুরু করলেও তা শেষ করেননি তিনি। তাতে কী? সল্লু ভাইয়ের ফ্যান ফলোইংয়ে ঘাটতি পড়েনি এতটুকুও।

সেলিম খানের ছেলে হওয়ায় বলিউডের অন্দরমহলেই বড় হয়েছেন সলমন খান। কলেজ শুরু করলেও তা শেষ করেননি তিনি। তাতে কী? সল্লু ভাইয়ের ফ্যান ফলোইংয়ে ঘাটতি পড়েনি এতটুকুও।

০৮ ০৯
এ দেশে পড়াশোনা শেষ করে এক সময় আমেরিকার কলেজে নাম লিখিয়েছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। কিন্তু, কলেজে শেষ করেননি তিনি। মন দেন মডেলিংয়ে। এক সময় অবশ্য ভেবেছিলেন ক্রিমিনাল সাইকোলজি নিয়ে পড়াশোনাটা চালিয়ে যাবেন। কিন্তু, অভিনয়ের নেশাতে সে সব ছেড়েছুড়ে দেন পিগি চপস।

এ দেশে পড়াশোনা শেষ করে এক সময় আমেরিকার কলেজে নাম লিখিয়েছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। কিন্তু, কলেজে শেষ করেননি তিনি। মন দেন মডেলিংয়ে। এক সময় অবশ্য ভেবেছিলেন ক্রিমিনাল সাইকোলজি নিয়ে পড়াশোনাটা চালিয়ে যাবেন। কিন্তু, অভিনয়ের নেশাতে সে সব ছেড়েছুড়ে দেন পিগি চপস।

০৯ ০৯
অভিনয় করতে পারেন। মার্শাল আর্টের প্যাঁচে ভিলেনকে কুপোকাত করতে পারেন। আবার দিব্যি রান্নাও করতে পারেন। নানা দিকেই সমান ভাবে তাল রাখতে পারেন অক্ষয় কুমার। তবে ছোটবেলা থেকেই পড়াশোনার দিকে তেমন একটা মন ছিল না তাঁর। খালসা কলেজে ভর্তি হলেও ডিগ্রি লাভের আগেই তা ছেড়ে দেন।

অভিনয় করতে পারেন। মার্শাল আর্টের প্যাঁচে ভিলেনকে কুপোকাত করতে পারেন। আবার দিব্যি রান্নাও করতে পারেন। নানা দিকেই সমান ভাবে তাল রাখতে পারেন অক্ষয় কুমার। তবে ছোটবেলা থেকেই পড়াশোনার দিকে তেমন একটা মন ছিল না তাঁর। খালসা কলেজে ভর্তি হলেও ডিগ্রি লাভের আগেই তা ছেড়ে দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy