E-Paper

যোগীতেই আস্থা সঙ্ঘের, রদবদল হবে মন্ত্রিসভায়

উত্তরপ্রদেশে আরএসএসের ১০০ বছর পূর্তি উপলক্ষে দু’টি বড়মাপের সভা করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ১০:৩০
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । ফাইল চিত্র।

ভরকেন্দ্রে তিনিই। দেড় বছর পরে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কেন্দ্র করেই তৃতীয় বার ক্ষমতা দখলের ছক কষছেন বিজেপি-আরএসএস নেতৃত্ব। সূত্রের মতে, উন্নয়ন ও হিন্দুত্বের হাওয়ার হাতিয়ারেই ক্ষমতা ধরে রাখতে চাইছেন তাঁরা। প্রতিষ্ঠানবিরোধী হাওয়া সামলাতে আগামী বছর মন্ত্রিসভার রদবদলেরও পরিকল্পনা নেওয়া হয়েছে।

চলতি সপ্তাহের সোমবার ও মঙ্গলবার ওই রাজ্যের বিজেপি নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন আরএসএস নেতৃত্ব। বৈঠকে আরএসএসের পক্ষে ছিলেনকেন্দ্রীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ, প্রচারক (পূর্ব) অনিল সিংহ, প্রচারক (পশ্চিম) মহেন্দ্র শর্মা, যুগ্ম সাধারণ সম্পাদকঅতুল লিয়ামে। বিজেপির পক্ষে বৈঠকে যোগী ছাড়াও ছিলেন উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) ধর্মপাল সিংহ, বিজেপি রাজ্য সভাপতি ভূপেন্দ্র চৌধুরী। সূ্ত্রের মতে, মুখ্যমন্ত্রীর আবাসে ওই বৈঠকে যোগীর নেতৃত্বে আস্থাজানান আরএসএস নেতৃত্ব। রাজনীতিকদের একাংশের মতে, আরএসএস স্পষ্ট করে দিয়েছে, বড় কোনও পরিবর্তন না হলে, আগামী নির্বাচনেও উত্তরপ্রদেশে হিন্দুত্বের ‘পোস্টার বয়’ হিসেবে যোগীকেই তুলে ধরতে চাইছে তারা।

উত্তরপ্রদেশে আরএসএসের ১০০ বছর পূর্তি উপলক্ষে দু’টি বড়মাপের সভা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। যেখানে থাকবেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত ও যোগী আদিত্যনাথ। মূলত ভোটের আগে হিন্দুত্বের হাওয়া তোলার প্রশ্নে এক যোগে মাঠে নামার পরিকল্পনা নেওয়া হয়েছে। জনসংযোগ বাড়াতে জেলা পর্যায়ে একাধিক বৈঠক করবে দু’পক্ষ। জেলা স্তরে দায়িত্বপ্রাপ্ত বিজেপির নেতারা যাতে নিয়মিত আরএসএস দফতরে গিয়ে ঐকমত্যের ভিত্তিতে পরিকল্পনা করেন, তার উপরে জোর দেওয়া হয়েছে। রাজ্যে বিজেপি সভাপতি পরিবর্তনের কাজটি দীর্ঘ সময় ধরে থমকে রয়েছে। প্রথমে ঠিক ছিল দলের নতুন সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার পরেই উত্তরপ্রদেশের সভাপতি পাল্টানো হবে। কিন্তু কেন্দ্রীয় সভাপতির প্রশ্নে মতপার্থক্য থাকায় দ্রুত উত্তরপ্রদেশের সভাপতি বেছে নেওয়ার পক্ষপাতী দলীয় নেতৃত্ব।

সরকারের উন্নয়নমূলক কাজ যেন আরও গতি পায়, সে দিকেও নজরদিতে বলা হয়েছে যোগীকে। আরএসএসের পর্যবেক্ষণ, প্রতিষ্ঠানবিরোধী হাওয়া রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। ক্ষোভ রয়েছে একাধিক মন্ত্রীর বিরুদ্ধে। ওই সব মন্ত্রীদের সরিয়ে মন্ত্রিসভায় নতুন মুখ আনার জন্য যোগীকে পরামর্শ দিয়েছে আরএসএস। সূত্রের মতে, আগামী বছরের শুরুতেইমন্ত্রিসভার রদবদল ঘটাতে পারেন যোগী। তাঁর হাত শক্ত করতে আরএসএস ঘনিষ্ঠ নেতাদের মন্ত্রী করারও পরিকল্পনা রয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Yogi Adityanath Uttar Pradesh

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy