Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Delhi Airport

মেশিন খারাপ, হাজারের বেশি যাত্রীর ব্যাগ নিখোঁজ!

যদিও মেশিন খারাপ হওয়ার দায় যাত্রীদের উপরই চাপিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বিমান বন্দরের এক মুখপাত্র জানিয়েছেন,  যাত্রীদের ব্যাগে প্রচুর পরিমাণে বিপজ্জনক দ্রব্য, যেমন— পাওয়ার ব্যাঙ্ক, লাইটার পাওয়া গিয়েছে৷

দিল্লি বিমানবন্দর। ফাইল ছবি।

দিল্লি বিমানবন্দর। ফাইল ছবি।

নয়াদিল্লি
সংবাদ সংস্থা  শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৮ ০২:৩১
Share: Save:

কিছু দিন আগেই পরিষেবা প্রদানের ক্ষেত্রে বিশ্বের মধ্যে শীর্ষ স্থান দখল করেছিল। কিন্তু, এক মাসের মধ্যেই দিল্লির সেই ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে রীতিমতো নাকাল হতে হল যাত্রীদের। হাজারের বেশি ব্যাগ নিখোঁজকে কেন্দ্র করে তুলকালাম বেঁধে গেল বিমানবন্দরে৷

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বৃহস্পতিবার বিকালে বিমানবন্দরের স্ক্যানিং মেশিন বিগড়ে যায়৷ যার জেরে যাত্রীদের হাজারের বেশি ব্যাগ হারিয়ে যায়৷ এ সবের জন্য একাধিক উড়ান ছাড়তেও দেরি হয়৷

যদিও মেশিন খারাপ হওয়ার দায় যাত্রীদের উপরই চাপিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বিমান বন্দরের এক মুখপাত্র জানিয়েছেন, যাত্রীদের ব্যাগে প্রচুর পরিমাণে বিপজ্জনক দ্রব্য, যেমন— পাওয়ার ব্যাঙ্ক, লাইটার পাওয়া গিয়েছে৷ যা অন্যান্য দিনের তুলনায় ৩০ শতাংশ বেশি৷ তারই প্রভাব পড়ে স্ক্যানিং মেশিনের উপর। তার জন্যই খারাপ হয়ে গিয়েছে মেশিন।

তবে, ঘটনার পর বন্দর কর্তৃপক্ষ যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে নেয়। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সহযোগিতাও চায়।

আরও পড়ুন: ফের অঙ্ক, অর্থনীতির পরীক্ষা সিবিএসই-র

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Delhi Airport Bag Vistara airlines
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE