Advertisement
২৩ এপ্রিল ২০২৪
National News

লাইন পেরোতে গিয়ে দুর্ঘটনা, ট্রেনের ধাক্কায় গির অরণ্যে তিনটি সিংহের মৃত্যু

জুনাগড় বন্যপ্রাণ বিভাগের মুখ্য বনপাল দুশ্যন্ত ভাসভাডা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে উঠে এসেছে ছ’টি সিংহের একটি দল রাত পৌনে ১টা নাগাদ রেললাইন পার হচ্ছিল। সেই সময় বোতাড় থেকে পিপাভব যাচ্ছিল একটি মালগাড়ি। ওই মালগাড়ির ধাক্কাতেই মৃত্যু হয় ‘এশিয়াটিক লায়ন’ প্রজাতির দু’টি পূর্ণবয়স্ক সিংহ এবং একটি সিংহীর।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
জুনাগড় শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮ ১৮:১৯
Share: Save:

কয়েক মাস আগেই ভাইরাসে আক্রান্ত হয়ে কার্যত সিংহের মড়ক লেগেছিল গুজরাতের গির অভয়ারণ্যে। এ বার ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল আরও তিনটি সিংহের। সোম ও মঙ্গলবার মধ্যরাতে বোরালা গ্রামে ওই দুর্ঘটনাটি ঘটে। একটি মালগাড়ির ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে যায় পূর্ণবয়স্ক তিনটি সিংহের দেহ। ঘটনার তদন্ত শুরু করেছে বন দফতর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে রেললাইনে তিনটি সিংহের মৃতদেহ দেখে গ্রামবাসীরা খবর পাঠান বন দফতরে। বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান। প্রাথমিক তদন্তে বন দফতরের অনুমান, নির্ধারিত গতিবেগের থেকে ট্রেনের গতি বেশি থাকাতেই দুর্ঘটনা ঘটেছে।

জুনাগড় বন্যপ্রাণ বিভাগের মুখ্য বনপাল দুশ্যন্ত ভাসভাডা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে উঠে এসেছে ছ’টি সিংহের একটি দল রাত পৌনে ১টা নাগাদ রেললাইন পার হচ্ছিল। সেই সময় বোতাড় থেকে পিপাভব যাচ্ছিল একটি মালগাড়ি। ওই মালগাড়ির ধাক্কাতেই মৃত্যু হয় ‘এশিয়াটিক লায়ন’ প্রজাতির দু’টি পূর্ণবয়স্ক সিংহ এবং একটি সিংহীর।

আরও পড়ুন: বছরে তৃণমূলের আয় মাত্র ৫ কোটি! সিপিএমের চেয়েও গরিব মমতার দল, শীর্ষে বিজেপি

মুখ্য বনপাল আরও বলেন, ‘‘ট্রেনের গতিবেগ কত ছিল, বা বেশি ছিল কি না, সে বিষয়ে আমরা রেলের কাছে তথ্য চেয়েছি। বনকর্মী বা রেলকর্মীদের তরফে কোনও গাফিলতি ছিল কিনা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। যেই দোষী হোক, কড়া ব্যবস্থা নেওয়া হবে।’’

আরও পড়ুন: ২.৫ লক্ষ টাকা মাইনে পেতেন, হার ছিনতাই করে ধরা পড়লেন বাঙালি যুবক!

গত সেপ্টেম্বর থেকেই গির অভয়ারণ্যে ক্যানাইন ডিসটেম্পার ভাইরাস-এ (সিভিডি) আক্রান্ত হতে শুরু করে সিংহরা। সেপ্টেম্বেরর তিন সপ্তাহেই ২৩টি সিংহের মৃত্যু হয়। এ পর্যন্ত এই মারণ ভাইরাসের শিকার অন্তত ৩০টি সিংহ। তার সঙ্গে এই দুর্ঘটনায় একসঙ্গে আরও তিনটি সিংহের মৃত্যু হল। সব মিলিয়ে গির অরণ্যে ক্রমেই সিংহের সংখ্যা কমে আসায় উদ্বেগ বাড়ছে বন কর্তাদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gujarat Gir Lion
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE