ত্রিপুরার আদালতে জামিন পেলেন ১৪ জন তৃণমূল নেতা। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে মুক্তি দেওয়া হয়েছে তাঁদের। আদালতে যখন শুনানি চলছে তখন খোয়াই থানায় বসে রইলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতে অবশ্য গিয়েছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, বিধায়ক তথা মন্ত্রী ব্রাত্য বসু, নেত্রী দোলা সেন।
আদালতে তৃণমূল নেতাদের হয়ে সওয়াল করেন মোট ১২ আইনজীবী। তার মধ্যে আট জন কলকাতা থেকে গিয়েছিলেন। ত্রিপুরার চার আইনজীবীও সওয়াল করেন দেবাংশুদের হয়ে। বেশ কিছুক্ষণ শুনানির পরে ১৪ জনকে জামিন দেয় আদালত। শুনানির আগেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল সিজেএম আদালত চত্বরে। বিজেপি ও তৃণমূল কর্মী সমর্থকরা ভিড় জমান সেখানে। পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। আদালতে যাওয়ার পথে তৃণমূল নেতা সুবল ভৌমিক ও আইনজীবী সঞ্জয় বসুর গাড়িতে বিজেপি কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ তোলে তৃণমূল।