Advertisement
E-Paper

আইএমএ-র সর্বভারতীয় সভাপতি হলেন তৃণমূল সাংসদ

শুক্রবার আইএমএ-র সর্বভারতীয় সভাপতি পদের নির্বাচনের ফলাফল ঘোষিত হয়। ওই নির্বাচনে ১৪৩২ ভোটে জয়ী হয়েছেন তিনি। শান্তনুবাবু জানিয়েছেন, বাংলা থেকে তিনিই হলেন নবম ব্যক্তি, যিনি এই পদে আসীন হলেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৮ ১৮:৫২
শান্তনু সেন। —ফাইল চিত্র।

শান্তনু সেন। —ফাইল চিত্র।

১৪ বছর পর চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠনের মাথায় বসলেন এক জন বাঙালি। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-র সর্বভারতীয় সভাপতি হিসাবে নির্বাচিত হলেন তৃণমূল সাংসদ তথা চিকিৎসক শান্তনু সেন।

শুক্রবার এই সংগঠনের সর্বভারতীয় সভাপতি পদের নির্বাচনের ফলাফল ঘোষিত হয়। ওই নির্বাচনে ১৪৩২ ভোটে জয়ী হয়েছেন তিনি। শান্তনুবাবু জানিয়েছেন, বাংলা থেকে তিনিই হলেন নবম ব্যক্তি, যিনি এই পদে আসীন হলেন।

১৯২৮ সালে এই সংগঠনের জন্ম হয়েছিল কলকাতায়। প্রায় শতাব্দীপ্রাচীন এই সংগঠনের সদস্যসংখ্যা তিন লক্ষ তিন হাজার। বাংলা থেকে এর আগেও সর্বভারতীয় সভাপতি পেয়েছে এই সংগঠন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক বিধানচন্দ্র রায় এর প্রথম সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এর পর দ্বিতীয় বাঙালি হিসাবে আরও এক চিকিৎসক নীলরতন সরকার ওই পদে বসেছিলেন।

আরও পড়ুন
‘ক’দিন আগেই ওরা বলে গিয়েছিল, বাড়াবাড়ি করলে ঘরে ঘরে ঢুকে মারা হবে’

আইএমএ-র কেন্দ্রীয় পরিষদের ২৯০২ জন সদস্যের ভোটাধিকার রয়েছে। তার মধ্যে সভাপতি নির্বাচনে মোট ২৩৬৫টি ভোট পড়েছে। সর্বভারতীয় সভাপতি পদের জন্য শান্তনুবাবুর বিরুদ্ধে প্রার্থী হিসাবে বাংলা থেকে দাঁড়িয়েছিলেন, আর ডি দুবে। এ ছাড়া বিজেপি সমর্থিত প্রার্থী হরিশ গুপ্তও এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। শান্তনুবাবুর নিকটতম প্রতিদ্বন্দ্বী হরিশ গুপ্ত পেয়েছেন মোট ৩৭৭টি ভোট। অন্য দিকে, আর ডি দুবের প্রাপ্তভোট ১২০।

আরও পড়ুন
নিজে বেকার, তাই চাকরি দেওয়ার ব্যবসা খুলে বসেছিল এই যুবক!

তৃণমূলের রাজ্যসভা সাংসদ শান্তনুবাবুর দাবি, এই নির্বাচনে হরিশ গুপ্তের সমর্থনে ময়দানে নেমেছিলেন হর্ষবর্ধন, জে পি নাড্ডার মতো রাজনৈতিক নেতারা। তা সত্ত্বেও বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। কেরলের চিকিৎসক এ ভি অশোকন সংগঠনের সাম্মানিক মহাসচিব হিসাবে নির্বাচিত হন। আগামী ২৮ ডিসেম্বর নির্বাচিত প্রতিনিধিরা বেঙ্গালুরুতে শপথ নেবেন।

(কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

TMC Santanu Sen IMA তৃণমূল শান্তনু সেন
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy