Advertisement
০৩ মে ২০২৪

পরিষদ ভোটে বিধি ভাঙার দায়ে ২ মন্ত্রী

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে নির্বাচন কমিশনের কোপে পড়লেন বিহারের দুই মন্ত্রী। আজ ছিল বিহার বিধান পরিষদের ভোট। শিক্ষামন্ত্রী পি কে শাহী ও পূর্তমন্ত্রী লালন সিংহ লালবাতি গাড়িতে চড়ে ভোট দিতে যান। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) আর লক্ষ্মণ বলেন, ‘‘মন্ত্রীরা লালবাতি লাগানো গাড়িতে চেপে ভোট দিতে এসেছিলেন। কমিশনের পক্ষে থানায় অভিযোগ করা হয়েছে।’’

নিজস্ব সংবাদদাতা
পটনা শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৫ ০৩:১২
Share: Save:

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে নির্বাচন কমিশনের কোপে পড়লেন বিহারের দুই মন্ত্রী। আজ ছিল বিহার বিধান পরিষদের ভোট। শিক্ষামন্ত্রী পি কে শাহী ও পূর্তমন্ত্রী লালন সিংহ লালবাতি গাড়িতে চড়ে ভোট দিতে যান। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) আর লক্ষ্মণ বলেন, ‘‘মন্ত্রীরা লালবাতি লাগানো গাড়িতে চেপে ভোট দিতে এসেছিলেন। কমিশনের পক্ষে থানায় অভিযোগ করা হয়েছে।’’

পটনা জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আজ সকালে পটনা সদর অনুমণ্ডল বুথে সরকারি গাড়িতে চড়ে দুই মন্ত্রী ভোট দিতে যান। অভিযোগ যায় মহকুমা শাসক অমিত কুমারের কাছে। মহকুমা শাসকের নির্দেশে গাঁধী ময়দান থানায় দুই মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। ভারতীয় দন্ডবিধির ১৮৮ এবং ১৩১ ধারায় অভিযোগ দায়ের করা হয়। পরে বিকেলে থানায় গিয়ে ব্যক্তিগত বন্ডে জামিন নেন দুই মন্ত্রী। সমর্থকদের সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে যাওয়ায় নির্বাচন কমিশনের কোপে পড়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীও। বিষয়টি নিয়ে কমিশনের তরফে রিপোর্ট চাওয়া হয়েছে।

২৪ সদস্যের বিধান পরিষদের ২৪টি আসনেই আজ ভোট গ্রহণ করা হয়। রাজ্যের ৫৩৪টি ভোটগ্রহণ কেন্দ্রে প্রায় ৯৪ শতাংশ ভোট পড়েছে। ভোটকে কেন্দ্র করে কিছু জায়গায় তল্লাশি চলে। ১৩টি দেশি পিস্তল, পাঁচটি রাইফেল, ১৪২টি কার্তুজ, দু’টি সিলিন্ডার বোমা, ১৬টি গুলিভর্তি ম্যাগাজিন আটক করেছে পুলিশ। ভোটের ফল বেরোবে ১০ জুলাই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bihar patna election rabri devi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE