Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Arun Jaitley

জিএসটির দায় কি জেটলির?

এ দিনই নাম না করে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর কথা টেনে আনেন নির্মলা।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা 
নয়াদিল্লি শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২০ ০২:৫৬
Share: Save:

যে বাজেটে ছত্রে ছত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্দনা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, সেখানেই পণ্য ও পরিষেবা কর-এর (জিএসটি) প্রধান স্থপতি বলা হল প্রয়াত অরুণ জেটলিকে। প্রশ্ন তুললেন বিরোধীরা, জিএসটির তড়িঘড়ি রূপায়ণ নিয়ে অসন্তোষের মুখ সুকৌশলে করা হল না তো জেটলিকে? বাজেট বক্তৃতার গোড়ার দিকেই নির্মলা আজ বলেন, ‘‘কাঠামোগত সংস্কারে জিএসটি আমাদের দেশে সবচেয়ে ঐতিহাসিক পদক্ষেপ। এর প্রধান স্থপতি আমাদের মধ্যে আর নেই। এমন দূরদর্শী নেতা প্রয়াত অরুণ জেটলিকে আমি শ্রদ্ধা জানাই।’’ বিরোধীদের বক্তব্য, নোটবন্দি আর জিএসটি-র খেসারতই এখন দেশের অর্থনীতিকে দিতে হচ্ছে। নোটবন্দি নিয়ে এখন আর কোনও উচ্চবাচ্য করে না মোদী সরকার। এ বারে বাজেটে জিএসটির পুরো দায়টিও সুকৌশলে চাপিয়ে দেওয়া হল প্রয়াত অর্থমন্ত্রীর ঘাড়ে।

এ দিনই নাম না করে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর কথা টেনে আনেন নির্মলা। দিল্লি থেকে পাঠানো ১ টাকা নীচে পৌঁছতে পৌঁছতে ১৫ পয়সা হয়ে যাওয়া নিয়ে রাজীবের বক্তব্য উদ্ধৃত করেন। পরক্ষণেই সরাসরি ব্যাঙ্ক খাতে টাকা পৌঁছে দেওয়ার সাফল্য মোদীকে দিয়ে ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস’-এর স্লোগান তোলা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE