Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মন্ত্রীর কনভয়ে পিষ্ট, মৃত্যু বালকের

রাজ্যের মন্ত্রীর কনভয়ের গাড়িতে পিষে এক বালকের মৃত্যুর অভিযোগ উঠল উত্তরপ্রদেশে। শনিবার রাতের ওই ঘটনার জেরে উত্তপ্ত গোণ্ডা জেলা। শিশুর পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৭ ০৩:২৫
Share: Save:

রাজ্যের মন্ত্রীর কনভয়ের গাড়িতে পিষে এক বালকের মৃত্যুর অভিযোগ উঠল উত্তরপ্রদেশে। শনিবার রাতের ওই ঘটনার জেরে উত্তপ্ত গোণ্ডা জেলা। শিশুর পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার সন্ধ্যায় জেলার এক গ্রামের অনুষ্ঠানে যান মন্ত্রী ওমপ্রকাশ রাজভর। সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনা।

গ্রামবাসীরা জানান, পূর্ব-উত্তরপ্রদেশের পারসপুর-কর্নেলগঞ্জ সড়কের ধারেই খেলছিল ৮ বছরের শিবা গোস্বামী। পাশে ছিলেন মা, ঠাকুরমা। অভিযোগ, আচমকা মন্ত্রীর কনভয়ের একটি গাড়ি শিবাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যায় সে। বাবা বিশ্বনাথের অভিযোগ, দেখতে পেয়েও এক মুহূর্ত কনভয়ের কোনও গাড়ি দাঁড়ায়নি। তিনি বলেন, ‘‘দু’একটা গাড়ি গতি কমিয়েছিল। ওইটুকুই। ফুল লাগানো যে গাড়িতে মন্ত্রী ছিলেন, সেটিও থামেনি।’’ ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। শিশুর রক্তাক্ত দেহ নিয়ে অবরোধ করেন তাঁরা। পুলিশ গিয়ে এক ঘণ্টা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রামবাসীরা একাধিক জায়গায় আগুন ধরিয়ে দেয় বলে পুলিশ সূত্রের খবর। তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

ওমপ্রকাশ রাজভর উত্তরপ্রদেশে বিজেপির জোটসঙ্গী ‘সুহেলদেও ভারতীয় সমাজ পার্টি’র প্রধান। তিনি আদিত্যনাথের মন্ত্রিসভার সদস্যও। তাঁর দাবি, দুর্ঘটনার সময় ঘটনাস্থল থেকে তিনি অন্তত ২৫ কিলোমিটার দূরে ছিলেন। আজ বলিয়ায় সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘ঘটনাস্থলে যেতে চেয়েছিলাম। কিন্তু নিরাপত্তাকর্মীরা আপত্তি করেন। বলা হয়, দুর্ঘটনার জেরে গ্রামবাসীরা ক্ষুব্ধ। আমি গেলে পরিস্থিতি জটিল হবে।’’ মন্ত্রী আরও বলেন, ‘‘মুখ্যমন্ত্রীকে জানিয়েছি ওই কনভয়ে বাইরেরও অনেক গাড়ি ঢুকে পড়েছিল।’’

বাচ্চাটির বাবার অভিযোগের ভিত্তিতে আপাতত অজ্ঞাতপরিচয় কয়েক জনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর মামলা রুজু করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE