ভালবাসা নাকি ঠিক নিজের পথ খুঁজে নেয়! মার্কিন প্রবাসী ঋষি মোহনকুমার সাথাওয়ানের জীবন-কথা যেন তারই উদাহরণ। কারণ, অনেক বাধা টপকে অবশেষে নিজের সমকামী সঙ্গীর সঙ্গে রীতিমতো ধুমধাম করে বিয়ে সারলেন তিনি।
আইআইটি বম্বে থেকে বি-টেক করা ঋষি বর্তমানে ক্যালিফোর্নিয়ায় কর্মরত। তাঁর মার্কিন গ্রিন কার্ডও রয়েছে। গত ৩০ ডিসেম্বর ভিয়েতনামের বাসিন্দা ভিনের সঙ্গে বিয়ে সেরেছেন তিনি। মহারাষ্ট্রের ইয়াভাতামলে রীতিমতো মরাঠি রীতি মেনে ভিনকে বিয়ে করেছেন। যদিও এর আগে আমেরিকাতেও ভিনকে এক বার বিয়ে করেন ঋষি।
প্রথমে এই বিয়েতে আপত্তি ছিল ঋষির পরিবারের। বাধা এসেছিল বন্ধু-পরিচিতদের কাছ থেকেও। কিন্তু, ছেলের কথা ভেবে শেষ পর্যন্ত ঋষির পরিবার বিয়েটা মেনে নেন। বিয়ের পর সেই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন ঋষি। যা এখন রীতিমতো ভাইরাল।