গোটা দেশেই কি বিনামূল্যে করোনার টিকা দেওয়া হবে? এ নিয়ে শনিবার কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে। জল্পনার মধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন শনিবার টুইট করে লিখলেন, ‘প্রথম পর্বে দেশ জুড়েই বিনামূল্যে টিকা দেওয়া হবে স্বাস্থ্যকর্মী, চিকিৎসক এবং করোনা যোদ্ধাদের। এঁদের মধ্যে রয়েছেন ১ কোটি স্বাস্থ্যকর্মী এবং ২ কোটি করোনাযোদ্ধা। এর পর জুলাইয়ের মধ্যে কী ভাবে ২৭ কোটিকে টিকাকরণের ব্যাপারে অগ্রাধিকার দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে’।
পাশাপাশি, টিকা নিয়ে গুজবে কান না দেওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি। দেশ জুড়ে টিকার ড্রাই রান বা মহড়া চলছে। তা খতিয়ে দেখতে শনিবার দিল্লির এক সরকারি হাসপাতালে গিয়েছিলেন হর্ষ বর্ধন। সেখানে তিনি বলেন, “দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা কোনও রকম গুজবে কান দেবেন না। টিকা কতটা নিরাপদ এবং কার্যকরী, এই কর্মসূচিতে আমাদের সেটা দেখাই মূল লক্ষ্য। এ ক্ষেত্রে কোনও কিছুর সঙ্গে আপস করা হবে না।” তাঁর কথায়, “পোলিও টিকার সময়েও নানা রকম গুজব ছড়িয়েছিল। কিন্তু দেশবাসী সেই টিকা পেয়েছেন। আর তার জেরে আজ ভারত পোলিও মুক্ত দেশ।”