কেন্দ্রীয় সরকার বলেই চলেছে, দেশে কোভিড টিকার কোনও ঘাটতি নেই। অথচ রাজধানী দিল্লির অদূরে গাজিয়াবাদের বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে ঢোকার মুখেই নোটিস ঝুলিয়ে দেওয়া হল ‘কোভিড টিকা ফুরিয়ে গিয়েছে’।
সোমবার থেকেই গাজিয়াবাদের বেসরকারি হাসপাতালগুলিতে কোভিড টিকার টানাটানি শুরু হয়েছে। গাজিয়াবাদের বহু বেসরকারি হাসপাতালে আর কোভিড টিকা মজুত করা নেই। একই অভিযোগ উঠেছে মহারাষ্ট্রের বেশ কিছু জায়গায়।
এমনকি কবে ফের কোভিড টিকা এসে পৌঁছবে গাজিয়াবাদের বেশির ভাগ বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে, তার খবরও নেই। হাসপাতালগুলির তরফে মানুষকে বলা হচ্ছে টিকা নিতে হাসপাতালে আসার আগে এক বার ফোন করে জেনে নিতে, টিকা আছে কি না।