Advertisement
৩০ এপ্রিল ২০২৪

গরুর হার্টে বাঁচলেন মহিলা!

একেই হয়ত বলে হৃদয় চুরি! বয়স ৮১। বহাল তবিয়তেই বেঁচে আছেন মহিলা। সৌজন্যে গরুর হ়ৃদয়! অস্ত্রোপচার করে গরুর হার্টের ভালভ বসানো হয়েছে তাঁর হার্টে। আর তাতেই নতুন জীবন পেয়েছেন হায়দরাবাদের ওই মহিলা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৫ ১৭:৫৫
Share: Save:

একেই হয়ত বলে হৃদয় চুরি! বয়স ৮১। বহাল তবিয়তেই বেঁচে আছেন মহিলা। সৌজন্যে গরুর হ়ৃদয়! অস্ত্রোপচার করে গরুর হার্টের ভালভ বসানো হয়েছে তাঁর হার্টে। আর তাতেই নতুন জীবন পেয়েছেন হায়দরাবাদের ওই মহিলা।

বিষয়টা ঠিক কী? হার্টে ভালবের সমস্যা নিয়ে আশঙ্কাজনক অবস্থায় গত শনিবার চেন্নাইয়ের এক হাসপাতালে ভর্তি হন ওই বৃদ্ধা। কিন্তু তাঁর শারীরিক অবস্থার কারণে স্বাভাবিক ভাবে তাঁর ওপেন হার্ট সার্জারি করা সম্ভব হয়নি। চিকিত্সার জন্য বিভিন্ন হাসপাতাল ফিরিয়ে দেওয়ার পর চলতি বছরের এপ্রিলে প্রথম ওই হাসপাতালে আসেন মহিলা। পরীক্ষা করে দেখা যায় তাঁর আর্টিক ভালভ সরু থাকায় প্রশ্বাসের সমস্যা রয়েছে। তাই অস্ত্রোপচারের মাধ্যমে ওই নির্দিষ্ট ভালভ বাদ গিয়ে নতুন ভালভ বসানোর প্রয়োজন ছিল।

চিকিত্সক আর আমন্থরামন জানিয়েছেন, ‘‘রোগীর বয়সের কথা বিবেচনা করেই আমরা বায়ো-প্রসথেটিক ভালভ ব্যবহার করেছি। যা গরুর হার্টের টিস্যু থেকে তৈরি।’’রোগীর ক্যান্সার থাকায় এই অস্ত্রোপচার অনেক বেশি জটিল ছিল বলে জানিয়েছেন চার সদস্যের চিকিত্সক দলটি। নিঃসন্দেহে এটি বিরলতম অস্ত্রোপচারের ইতিহাসে এক সাফল্যের নজির।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

heart cow doctor CHENNAI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE