Advertisement
২৭ এপ্রিল ২০২৪

রাস্তা থেকেই ঢেউয়ে ভেসে গেলেন ছাত্রী

বর্ষায় সমুদ্র ফুঁসতে থাকলে মেরিন ড্রাইভে দল বেঁধে এসে বৃষ্টিতে-ঢেউয়ে আনন্দে ভেজেন অনেকেই। ঝুঁকি নিয়ে পাঁচিলেও উঠে যান, নিজস্বী তোলেন। উইলসন কলেজের পড়ুয়া প্রীতি তেমনই এসেছিলেন। মেরিন ড্রাইভ থানার সিনিয়র ইন্সপেক্টর বিলাস গঙ্গাওয়ানে জানালেন, রাস্তায় ঢেউ এসে পড়তেই লাফিয়ে উঠছিলেন প্রীতি।

জলোচ্ছ্বাস: বুধবার মুম্বইয়ের মেরিন ড্রাইভে। ছবি: এএফপি।

জলোচ্ছ্বাস: বুধবার মুম্বইয়ের মেরিন ড্রাইভে। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৯ জুন ২০১৭ ১৩:০০
Share: Save:

মেরিন ড্রাইভের কংক্রিটের পাঁচিলে আছড়ে পড়ছিল উন্মত্ত আরব সাগর। সব চেয়ে উঁচু ঢেউটাই ছিল প্রায় ১৭ ফুট। গত কাল তেমনই একটা রাক্ষুসে ঢেউ ভাসিয়ে নিয়ে গেল মুম্বইয়ের ১৭ বছরের কলেজছাত্রী প্রীতি কৃষ্ণা পিসে-কে।

বর্ষায় সমুদ্র ফুঁসতে থাকলে মেরিন ড্রাইভে দল বেঁধে এসে বৃষ্টিতে-ঢেউয়ে আনন্দে ভেজেন অনেকেই। ঝুঁকি নিয়ে পাঁচিলেও উঠে যান, নিজস্বী তোলেন। উইলসন কলেজের পড়ুয়া প্রীতি তেমনই এসেছিলেন। মেরিন ড্রাইভ থানার সিনিয়র ইন্সপেক্টর বিলাস গঙ্গাওয়ানে জানালেন, রাস্তায় ঢেউ এসে পড়তেই লাফিয়ে উঠছিলেন প্রীতি। হঠাৎ একটা ঢেউয়ে ভেসে যান তিনি। গঙ্গাওয়ানের কথায়, ‘‘ভিড় ছিল। আমরা মাইক্রোফোনে সতর্কও করছিলাম।’’ পুলিশের অন্য একটি সূত্রের দাবি, নিজস্বী তুলতে ব্যস্ত প্রীতি বিপদটা বুঝতেই পারেননি।

খারাপ খবর মাহিমেও। সেখানে মাহিম ক্রিক (খাঁড়ি)-এ ডুবে গিয়েছে এক কিশোর। গত চার দিন ধরে দফায় দফায় বৃষ্টিতে ফের নাকাল হতে শুরু করেছে মুম্বই। থমকাচ্ছে লোকাল ট্রেন, প্রচুর গাছ পড়ছে, জলে ডুবছে রাস্তা। রেললাইনে জল জমায় গত কাল বেশ ভুগিয়েছিল সেন্ট্রাল ও হারবার লাইনের লোকাল ট্রেন। দেরি হচ্ছিল ওয়েস্টার্ন লাইনেও।

মেরিন ড্রাইভে দৈত্যাকার ঢেউ উঠেছে আজও। আর বিপর্যয় সত্ত্বেও ভিড়ের হেলদোল দেখা যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE