একটাই ‘অপরাধ’ ছিল তাঁর। মন্ত্রীর সঙ্গে সেলফি তুলতে চেয়েছিলেন। মন্ত্রীর পিছনে দাঁড়িয়ে তারই আবদার করেছিলেন তিনি। ব্যস, তাতেই মেজাজ হারিয়ে ফেললেন মন্ত্রী। ঘুরে গিয়ে সপাটে চড় মারলেন। সামনে সাংবাদিকরা রয়েছেন, ভিডিও ক্যামেরা রয়েছে, মেজাজ হারানোর পর আর কিছুই খেয়াল থাকল না মন্ত্রীর! বিরোধীরা কটাক্ষ করছেন, এত চট করে মেজাজ হারালে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দফতর তিনি সামলাবেন কী ভাবে? এ তো একেবারেই ‘শিশুসুলভ’।
কাণ্ডটা ঘটিয়েছেন কর্নাটকের শক্তি মন্ত্রী। ডি কে শিবকুমার। বেলগাঁওয়ে। শিশু অধিকার রক্ষার একটি অনুষ্ঠানে। বেশ কয়েক জন সাংবাদিক ছিলেন সেখানে। মন্ত্রীর দিকে ধেয়ে আসছিল একের পর এক শাণিত প্রশ্নবাণ। গত অগস্টেই তাঁর বাড়িতে আচমকা হানা দিয়ে শিবকুমারের ৩০০ কোটি টাকার ‘অঘোষিত আয়’-এর হদিশ পেয়েছেন আয়কর দফতরের অফিসাররা।
আরও পড়ুন- সীতারমনকে বলে কপ্টার আনালেন অধীর, প্রিয়কে ঘিরে মিলল শাসক-বিরোধী