Advertisement
১৫ জানুয়ারি ২০২৫
National News

কে আগে বলবেন, মোদী না রাহুল? টানাপড়েন তীব্র, মুলতুবি লোকসভা

সরকার জানাল, প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত এবং নোট বাতিল বিতর্কে বিবৃতি দিতে তিনি প্রস্তুত। কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী জানালেন, তিনিও কিছু বলতেই সংসদে এসেছেন, সরকার বলতে দিলেই বলবেন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৬ ১৬:৪৭
Share: Save:

সরকার জানাল, প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত এবং নোট বাতিল বিতর্কে বিবৃতি দিতে তিনি প্রস্তুত। কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী জানালেন, তিনিও কিছু বলতেই সংসদে এসেছেন, সরকার বলতে দিলেই বলবেন। কিন্তু কেউই আর বলতে পারলেন না। সরকার আর বিরোধীর তুমুল চাপান-উতোরে মুলতুবি হয়ে গেল লোকসভা। বুধবারের ঘটনাপ্রবাহে স্পষ্ট হয়ে গেল, শীতকালীন অধিবেশনের অবশিষ্ট কয়েকটা দিনেও অচলই থাকতে চলেছে সংসদ। প্রধানমন্ত্রী সংসদে মুখ না খুললেও বাইরে অবশ্য ফের নিজের সিদ্ধান্তের পক্ষে মুখ খুলেছেন। ভারত ডিজিটাল ও নগদরহিত অর্থনীতি হয়ে উঠতে চলেছে বলে তিনি মন্তব্য করেছেন।

বুধবার লোকসভা বসার এক ঘণ্টার মধ্যেই তা মুলতুবি হয়ে গিয়েছে। বিরোধীদের তুমুল বিক্ষোভ এবং স্লোগানের মাঝে স্পিকার জানিয়ে দেন, বৃহস্পতিবার পর্যন্ত লোকসভা মুলতুবি। তবে বিরোধী এবং সরকার, উভয় পক্ষই এ দিন নোট বাতিল সংক্রান্ত বিষয় নিয়ে বিতর্কের জন্য প্রস্তুতি নিয়েছিল। শুরুতেই সরকারের তরফে জানানো হয় যে প্রধানমন্ত্রী সংসদে রয়েছেন এবং তিনি নোট বাতিল নিয়ে সংসদে বিবৃতি দিতে প্রস্তুত। কিন্তু প্রধানমন্ত্রীকে শেষ পর্যন্ত বিবৃতি আর দিতে হয়নি, কারণ বিরোধী পক্ষের দাবি মানার প্রশ্নে সরকার এ দিন সকাল থেকেই যে রকম অনড় মনোভাব দেখাতে শুরু করেছিল, তাতেই সভার অচলাবস্থা নিশ্চিত হয়ে যায়।

বিরোধীরা আগে বলতে চেয়েছিলেন এ দিন। সকালে বিরোধী দলগুলি নিজেদের মধ্যে বৈঠক করেছিল। সেখানেই স্থির হয়, বিরোধী পক্ষকে আগে বক্তব্য পেশ করতে দেওয়ার দাবি জানানো হবে এবং বিরোধীদের তরফে রাহুল গাঁধী বিতর্কের সূত্রপাত করবেন। কিন্তু সরকার সে দাবি মানতে রাজি হয়নি। রাহুল গাঁধীর বলা হয়ে গেলেই বিরোধীরা সংসদ অচল করে দেবেন, এমন আশঙ্কা প্রকাশ করে সরকার জানায়, রাহুল গাঁধীকে শেষে বলতে দেওয়া হবে। সরকারের এই প্রস্তাবে উত্তাল হয়ে ওঠে লোকসভা। বিরোধীরা প্রবল বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি আয়ত্তে না আসায় সভা আগামিকাল পর্যন্ত মুলতুবি হয়ে যায়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোট বাতিল নিয়ে সংসদে মুখ না খুললেও, অন্য এক কর্মসূচিতে কিন্তু এ দিনও তিনি সে প্রসঙ্গে মুখ খুলেছেন। স্বাভাবিক ভাবেই নিজের সরকারের এই পদক্ষেপের প্রশংসা করেছেন তিনি। মালয়েশিয়ায় এখন ‘এশিয়ান বিজনেস লিডারস কনক্লেভ ২০১৬’ চলছে। বুধবার দিল্লি থেকে ভিডিও কনফারেন্সে সেই বনিক সম্মেলনে ভাষণ দেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘‘আমরা এখন একটা ডিজিটাল এবং নগদরহিত অর্থনীতি হয়ে ওঠার দিকে এগোচ্ছি। আমি সবাইকে ভারতে বিনিয়োগ করতে স্বাগত জানাচ্ছি।’’ বনিক সম্মেলনে উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশে ভারতের প্রধানমন্ত্রীর বার্তা, ভারতীয় অর্থনীতির একটা রূপান্তর ঘটছে। এই রূপান্তরের ফলে ভারত আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে আরও সুবিধাজনক গন্তব্য হয়ে উঠতে চলেছে বলেও মোদী এ দিন বার্তা দিতে চেয়েছেন।

আরও পড়ুন: আমার কাছে তথ্য রয়েছে, মোদী নিজে দুর্নীতিতে জড়িয়ে: বিস্ফোরক রাহুল

অন্য বিষয়গুলি:

Indian Parliament Lok Sabha Rahul Gandhi Narendra Modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy