নিঃসন্তান গৃহবধূর কাছে শাল-পলাশের জঙ্গল যেন ছেলেমেয়ে। তাদের বাঁচাতে তা-ই দেড় দশক ধরে লড়ছেন ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমের চাকুলিয়ায় যমুনা টুডু। রুখছেন কাঠ মাফিয়াদের।
দুরন্ত সাহসের জন্য বেরাডি গ্রামের যমুনাদেবীর ডাকনাম ‘লেডি টারজান’! ২০১৬ সালে পেয়েছেন সাহসিকতার রাষ্ট্রপতি পুরস্কারও।
বাপের বাড়ি ওড়িশার ময়ূরভঞ্জের রাঙামাটিয়ায়। রুক্ষ, পাথুরে জমি চারপাশে। যমুনাদেবীর বাবা সেখানেই গাছ পুঁততেন। যত্নে বড় হতো তারা। সেই থেকেই গাছের প্রতি মমতা যমুনাদেবীর। তিনি জানান, বিয়ের পর চাকুলিয়ায় এসে দেখেন শালের জঙ্গল কেটে সাফ করছে পাচারকারীরা। সবুজ বাঁচাতে তাঁর লড়াই শুরু তখনই।