অল্প সময়ে টাকা রোজগারের চিন্তা করছেন? আপনার কাছে ৫ টাকার নোট থাকলেই কেল্লা ফতে। চটজলদি পেয়ে যাবেন ৩০ হাজার টাকা। এমনই লোভনীয় প্রস্তাব দিচ্ছে কয়েনবাজার ডট কম। তবে বেশ কিছু শর্তও রেখেছে তারা।
কী সেই শর্ত?
আপনার কাছে থাকা ৫ টাকার নোটের পিছনে ট্রাক্টরের ছবি থাকতে হবে। নোটের উপর ৭৮৬ নম্বরটি থাকতে হবে। পুরনো এবং বিরল নোটের কেনাবেচা করে কয়েনবাজার।