প্রকাশ্য দিবালোকে ভরা বাজারে এক যুবককে বাইক থেকে টেনে নামিয়ে পিটিয়ে, তলোয়ার দিয়ে কুপিয়ে খুন করে চার দুষ্কৃতী। বুধবার ঘটনাটি ঘটেছে চণ্ডীগড়ের সেক্টর ২৫ মার্কেটে। মৃতের নাম বিকাশ। তিনি ওই এলাকারই বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই দিন বিকাশ তাঁর বন্ধুদের নিয়ে বাজারের মধ্যে দিয়ে একটি বাইকে চেপে যাচ্ছিলেন। তখন হঠাত্ই চার দুষ্কৃতী পিছন থেকে এসে বিকাশকে গাড়ি থেকে টেনে নামিয়ে এলোপাথারি লাথি, ঘুঁষি চালাতে থাকে। ওই দুষ্কৃতীদের মধ্যে এক জন তলোয়ার দিয়ে বিকাশকে কোপ মারে। তাদের হাত থেকে কোনও রকমে নিজেকে ছাড়িয়ে নিয়ে পালানোর চেষ্টা করে বিকাশ। কিন্তু তাঁর পিছু পিছু ধাওয়া করে ধরে ফেল দুষ্কৃতীরা। ফের শুরু হয় মার। পুরো ঘটনাটাই জনবহুল বাজারের মধ্যে লোকের চোখের সামনে ঘটে। অথচ কেউই সাহায্যের জন্য এগোয়নি। বিষয়টি যখন বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়, তখন এক ব্যক্তি ওই দুষ্কৃীদের আঠকানোর চেষ্টা করে বিফল হয়। বিকাশকে মারধর করে, কুপিয়ে সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। এর পরই বিকাশকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।বিকাশের পরিবারের অভিযোগ, এর আগেও তাঁর উপর চড়াও হয়েছিল দুষ্কৃতীরা। সে যাত্রায় বেঁচে গিয়েছিলেন বিকাশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত শত্রুতার জেরেই এই খুন।
পুরো ঘটনাটাই ধরা পড়ে বাজারের একটি সিসিটিভি ক্যামেরায়।
দেখুন সেই ভিডিও
আরও খবর...