Advertisement
০৩ মে ২০২৪

ভোটের অঙ্কে তৃতীয়, আসনে শূন্য মায়াবতী

ভোট মিলেছে অনেক, আসন একটিও নয়। ষোড়শ লোকসভায় এমন দুর্ভাগ্য মাথা পেতে নিতে হয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দলকে। এ বারের ভোটে পশ্চিমবঙ্গ ও তামিলনাডুতে মমতা বন্দ্যোপাধ্যায়, জয়ললিতার জয়জয়কার। কিন্তু উত্তরপ্রদেশে ২০ শতাংশ ভোট পেয়েও একটি আসনও জোটেনি মায়াবতীর। তামিলনাডুতে করুণানিধির দল ডিএমকেরও একই হাল।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ মে ২০১৪ ০৩:২৪
Share: Save:

ভোট মিলেছে অনেক, আসন একটিও নয়।

ষোড়শ লোকসভায় এমন দুর্ভাগ্য মাথা পেতে নিতে হয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দলকে। এ বারের ভোটে পশ্চিমবঙ্গ ও তামিলনাডুতে মমতা বন্দ্যোপাধ্যায়, জয়ললিতার জয়জয়কার। কিন্তু উত্তরপ্রদেশে ২০ শতাংশ ভোট পেয়েও একটি আসনও জোটেনি মায়াবতীর। তামিলনাডুতে করুণানিধির দল ডিএমকেরও একই হাল। সেখানে প্রায় ২৪ শতাংশ ভোট পেয়েছে তারা। কিন্তু আসন শূন্য। উত্তরপ্রদেশে মায়াবতীর থেকে কিছুটা বেশি, ২২.২ শতাংশ ভোট পেয়ে মুলায়ম যদিও ৫টি আসন জিততে পেরেছেন। ভোটের ফল এ বার একটি বিষয়কে স্পষ্ট করে দিয়েছে। তা হল, অনেক ক্ষেত্রেই ভোট এবং আসনের সংখ্যায় নেই কোনও সামঞ্জস্য।

ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে, মোদী ঝড়ে বিজেপির ভোট এক লাফে ১২ শতাংশ বেড়ে গিয়েছে। মোট ১৭ কোটি ১৬ লক্ষ ভোট পেয়ে বিজেপি ২৮২টি আসন জিতেছে। কংগ্রেস দেশে ১০ কোটি ৭০ লক্ষ ভোট পেয়ে জিতেছে ৪৪টি আসন। এই দলগুলি বাদে বাকিদের ক্ষেত্রে ভোট এবং আসনের মেধ্যে সামঞ্জস্যহীনতা প্রকট। মায়াবতীর দুর্ভাগ্য নিঃসন্দেহে সব থেকে বেশি। ৩৪টি আসনে মায়ার দলের প্রার্থীরা দ্বিতীয় স্থানে। এতটুকুই নয়, গোটা দেশের নিরিখে বিজেপি, কংগ্রেসের পরেই বিএসপি সব থেকে বেশি ভোট পেয়েছে তারা। কিন্তু আসনের শিকে ছেড়েনি। তবে দুর্ভাগ্য সবাইকে তাড়া করেনি। তামিলনাডুতে ৪৪.৩ শতাংশ ভোট পেয়ে জয়ললিতা ৩৭টি আর পশ্চিমবঙ্গে ৩৯.৩ শতাংশ ভোট পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ৩৪টি আসন পেয়েছে। ভোটের অঙ্ক বলছে, এ বার দেশের মোট ১৮টি দল ১ শতাংশ বা তার থেকে বেশি ভোট পেয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

mayabati
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE