Advertisement
১৯ মে ২০২৪

মোদীর মূর্তি নিয়ে বিতর্ক রাজকোটে

রাজকোটের মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবক্ষ মূর্তি নিয়ে বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন উত্তরপ্রদেশের মন্ত্রী আজম খান। এর আগে বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এসেছেন তিনি। তাঁর মূর্তি বানিয়ে মন্দির তৈরির খবরে প্রধানমন্ত্রী বিরক্ত হলেও আজম খানের তাতে হেলদোল নেই।

মোদীর সেই মূর্তি। ছবি: এএফপি।

মোদীর সেই মূর্তি। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৫ ০৪:২৩
Share: Save:

রাজকোটের মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবক্ষ মূর্তি নিয়ে বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন উত্তরপ্রদেশের মন্ত্রী আজম খান। এর আগে বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এসেছেন তিনি। তাঁর মূর্তি বানিয়ে মন্দির তৈরির খবরে প্রধানমন্ত্রী বিরক্ত হলেও আজম খানের তাতে হেলদোল নেই। তিনি বলেছেন, রাজকোটে যদি মোদীর মূর্তিওয়ালা মন্দির হতে পারে, উত্তরপ্রদেশে কেন মুলায়ম সিংহের মূর্তি বসানো মন্দির করা যাবে না? শুধু তাই নয়, আজম খানের বক্তব্য, এ ব্যাপারে তিনি মুলায়মের কাছে প্রস্তাব দেবেন। মুলায়ম সম্মতি দিলে তিনি মন্দির তৈরির কাজ শুরু করে দিতে চান। এ ব্যাপারে সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিংহের কোনও প্রতিক্রিয়া অবশ্য পাওয়া যায়নি।

তবে প্রধানমন্ত্রীর নিজের রাজ্যে তাঁর মূর্তিওয়ালা মন্দির নিয়ে বিতর্ক শুরু হওয়ায় মোদী আজ টুইটারে ক্ষোভ জানিয়েছেন। তাঁর বক্তব্য, “আমার নামে মন্দির তৈরি করার খবর শুনেছি। বিরক্ত লাগছে। এটা খুবই দুর্ভাগ্যজনক এবং ভারতীয় ঐতিহ্যের পরিপন্থী।” এর পরে মোদী জানান, আমাদের সংস্কৃতি এ ধরনের মন্দির তৈরি করতে শেখায় না। গোটা ঘটনায় আমি খুবই দুঃখ পেয়েছি। যাঁরা এ সব করছেন, তাঁদের বলছি, সব বন্ধ করুন। এই নিয়ে পরের পর টুইট করে যান তিনি। সংশ্লিষ্ট মন্দির নির্মাতাদের উদ্দেশে বলেন, যদি সত্যিই সময় এবং মূলধন হাতে থাকে, তা হলে আমাদের স্বচ্ছ ভারত প্রকল্পের স্বপ্ন পূরণ করুন।

মোদীর প্রতিক্রিয়া জানার পরে রাজকোটের কোঠারিয়া রোডের ওই মন্দির নির্মাতারা ১৫ ফেব্রুয়ারি মন্দিরের সূচনা অনুষ্ঠান বাতিল করে দিয়েছেন। তাঁরা জানিয়েছেন, মোদীর মূর্তি ঢেকে দেওয়া হয়েছে। মন্দিরটি ‘ভারত-মাতার’ নামে করে দেওয়া হবে। মোট সাত লক্ষ টাকা খরচ হয়েছিল ওই মূর্তি নির্মাণে। আর মন্দির তৈরিতে খরচ হয়েছে প্রায় সাড়ে চার লক্ষ টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Narendra Modi Rajkot
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE