Advertisement
১১ মে ২০২৪
China

ম্যানহোলের মুখে জ্বলন্ত আতসবাজি রেখে গেল বালক, তারপর...

চিনে নতুন বছর উদযাপনের অপরিহার্য অঙ্গ হল আতসবাজি। চিনা বিশ্বাস ও পরম্পরা অনুযায়ী, এই আতসবাজির প্রভাবে অশুভ আত্মা দূর হয়। কিন্তু এই আতসবাজি নিয়েই মজা করতে গিয়ে এমন একটি ঘটনা ঘটাল চিনের এক বালক, যার ফলে ঘটতে পারতো বড়সড় কোনও দুর্ঘটনা।

ছবি: ফেসবুক

ছবি: ফেসবুক

সংবাদ সংস্থা
বেজিং শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৩৪
Share: Save:

চিনে নতুন বছর উদযাপনের অপরিহার্য অঙ্গ হল আতসবাজি। চিনা বিশ্বাস ও পরম্পরা অনুযায়ী, এই আতসবাজির প্রভাবে অশুভ আত্মা দূর হয়। কিন্তু এই আতসবাজি নিয়েই মজা করতে গিয়ে এমন একটি ঘটনা ঘটাল চিনের এক বালক, যার ফলে ঘটতে পারতো বড়সড় কোনও দুর্ঘটনা। সেই ঘটনার ভিডিয়ো এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

একটি চিনা সংবাদ মাধ্যমের প্রকাশ করা একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে যে, একটি বালক দুই হাতে দুটি জ্বলন্ত আতসবাজি নিয়ে হেঁটে যাচ্ছে ফুটপাথ ধরে। একটি ম্যানহোলের সামনে গিয়ে দাঁড়ায় সে। তারপর সেই ম্যানহোলের মুখে একটি জ্বলন্ত আতসবাজি রেখে চলে আসে সে। অল্প কিছু ধোঁয়া উঠতে দেখা যায় প্রথমে। তার কয়েক সেকেন্ড পরেই বিশাল শব্দ করে বিস্ফোরণ হয়। ধোঁয়ায় ভরে ওঠে চারিদিক। ধোঁয়া সরলে দেখা যায় ওই ম্যানহোলের চারপাশের রাস্তার ইট বেরিয়ে এসেছে দারুণ বিস্ফোরণে। চারপাশের দোকান থেকে ছুটে বেরিয়ে আসতে দেখা যায় লোকজনকেও।

চিনের শিফেং শহরের এই ঘটনায় যদিও কোনও ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু বড়সড় ঘটনা ঘটতেই পারতো বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ওই ম্যানহোলের নীচে দাহ্য গ্যাস তৈরি হওয়ার ফলেই আতসবাজির প্রভাবে এই বিস্ফোরণ ঘটেছিল বলে জানানো হয়েছে। দেখে নিন সেই ভিডিয়োটি:

আরও পড়ুন: ঋতুকালীন কুঁড়ে ঘরেই দমবন্ধ হয়ে মৃত্যু হল মহিলার

আরও পড়ুন: যুদ্ধ শেষের বার্তা নিয়ে আরবে পোপ ফ্রান্সিস

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

China Firework Manhole
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE