Advertisement
২৬ এপ্রিল ২০২৪

আবার বিক্ষোভ হংকং বিমানবন্দরে

এ দিন ফের বিমানবন্দরে প্রতিবাদ শুরু হওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। বিমানবন্দরে ঢুকতে বেগ পেতে হয়েছে তাঁদের।

ছবি: রয়টার্স।

ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
হংকং শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৯ ০৪:৪৪
Share: Save:

আবার প্রতিবাদ শুরু হয়েছে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে। রবিবার গণতন্ত্রকামী আন্দোলনকারীরা ফের স্তব্ধ করে দেন বিমানবন্দরের বিভিন্ন অংশ। রুদ্ধ করে দেওয়া হয় সেখান থেকে বেরনোর পথ। বিমানবন্দরের ঠিক বাইরে অস্থায়ী ব্যারিকেড তৈরি করে বসে পড়েন তাঁরা। মুখে স্লোগান, ‘‘হংকংকে মুক্ত কর, বিপ্লব চাই এখনই।’’ সঙ্গে রাস্তা অবরোধ, ভিড় জমিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয় বাস টার্মিনাসেও।

বছর ১৭-র আন্দোলনকারী লুই চেউং বলেছে, ‘‘আমার কোনও ভয় নেই। অনেককেই ধরা হয়েছে। আমি জানি, আমি একা নই।’’ তার মুখ রুমালে ঢাকা আর হাতে পাথরের টুকরো। তার চেয়ে একটু বড় এংগ্রেদ লাই (১৮) বলেছেন, ‘‘সরকার আমাদের প্রশ্নের উত্তর দেয়নি। তাই আমাদের ফিরে ফিরে আসতে হচ্ছে।’’

এ দিন ফের বিমানবন্দরে প্রতিবাদ শুরু হওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। বিমানবন্দরে ঢুকতে বেগ পেতে হয়েছে তাঁদের। বিমানবন্দরমুখী একটি ট্রেন এবং বেশ কিছু বাস বন্ধ করে দেওয়া হয়। শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে বিক্ষোভের পারদ চড়েছে। যার জেরে বেশ কিছু মেট্রো স্টেশনে চড়াও হয় পুলিশ, বিক্ষোভকারীদের ধাওয়া করে পিটিয়ে বার করে দেওয়ার চেষ্টা করেছে তারা। রবিবার হংকংয়ের চেহারা দেখে স্থানীয় ট্যাক্সিচালক বলেছেন, ‘‘হংকং যদি এমন ভাবেই চলতে থাকে, তা হলে এর পরে কী আছে জানি না। হয় পুলিশ, নয় তো বিক্ষোভকারী— কোনও একটা পক্ষে প্রাণহানি নিশ্চিত, সে দিন হয়তো আর দূরে নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hong Kong China
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE