Advertisement
১১ মে ২০২৪

পাকিস্তান থেকে মুক্ত হতে ভারতকে পাশে চাইল বালুচ বিদ্রোহীরা

পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহের সুর আরও চড়িয়ে স্বাধীন হওয়ার জন্য এ বার ভারতের সাহায্য চাইল বালুচিস্তান। বিশ্ব বালুচ মহিলা মঞ্চের প্রসেডিন্ট নায়েলা কাদরি বালুচ বললেন, বলুচিস্তানে গণহত্যা চালাচ্ছে পাকিস্তান। ভারত এবং আফগানিস্তানের উচিত বালুচিস্তানের মানুষের পাশে দাঁড়ানো।

নায়েলা কাদরি বালুচ।

নায়েলা কাদরি বালুচ।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৬ ১৮:১৭
Share: Save:

পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহের সুর আরও চড়িয়ে স্বাধীন হওয়ার জন্য এ বার ভারতের সাহায্য চাইল বালুচিস্তান। বিশ্ব বালুচ মহিলা মঞ্চের প্রসেডিন্ট নায়েলা কাদরি বালুচ বললেন, বলুচিস্তানে গণহত্যা চালাচ্ছে পাকিস্তান। ভারত এবং আফগানিস্তানের উচিত বালুচিস্তানের মানুষের পাশে দাঁড়ানো। বালুচিস্তান থেকে ভারতের চরকে গ্রেফতার করা হয়েছে বলে যে দাবি পাকিস্তান করছে, তাকেও নস্যাৎ করে কাদরি বলেছেন, বালুচিস্তানে কখনও চর পাঠায়নি ভারত।

বালুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ। কিন্তু বালুচরা কোনওদিনই ইসলামাবাদের বশ্যতা স্বীকার করেনি। গোড়া থেকেই স্বাধীন, সার্বভৌম রাষ্ট্রের দাবিতে সরব উপজাতি প্রধান বালুচিস্তান। আফগানিস্তান এবং ইরানের সীমান্ত লাগোয়া বালুচিস্তানকে নিজেদের এলাকা বলে দাবি করলেও, পাকিস্তান কখনোই সেখানে নিজেদের শাসন ঠিক মতো কায়েম করতে পারেনি। ভারতের কাছ থেকে আগেও সাহায্য চেয়েছেন বালুচ নেতারা। কিন্তু এ বার একেবারে খোলাখুলি ভারতের হস্তক্ষেপ দাবি করা হল বালুচিস্তানের পক্ষ থেকে। বিশ্ব বালুচ মহিলা মঞ্চের প্রেসিডেন্ট রবিবার বলেছেন, ‘‘বালুচিস্তানের মানুষের দাবি, ভারত বালুচিস্তানে হস্তক্ষেপ করুক। পাকিস্তান এখানে যে গণহত্যা চালাচ্ছে, ভারত তা বন্ধ করুক। ভারতের এটা করা উচিত। কিন্তু ভারত কিছু করছে না।’’ নায়েলা কাদরি বালুচ আরও বলেন, ‘‘বালুচিস্তান পাকিস্তানের অংশ নয়। পাকিস্তান আমাদের দেশ দখল করে রেখেছে।’’ বালুচ বিদ্রোহীরা চাইছেন ভারতীয় সেনা ঢুকে পড়ুক বালুচিস্তানে।

পাকিস্তান সম্প্রতি কুলভূষণ যাদব নামে এক ভারতীয়কে গ্রেফতার করে জানিয়েছে, তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর অফিসার। বালুচিস্তানে গুপ্তচরবৃত্তি করার সময় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পাকিস্তানের দাবি। ভারত সে দাবি বার বারই নস্যাৎ করেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, কুলভূষণ যাদব ভারতের গুপ্তচর নন। নায়েলা কাদরি বালুচও শনিবার একই কথা বলেছেন। তাঁর কথায়, ‘‘বালুচিস্তানে ‘র’ বা অন্য কোনও গোয়েন্দা সংস্থা নেই। কেউ বালুচিস্তানকে সাহায্য করে না। সাহায্য করলে আমরা এত দিন স্বাধীন দেশ হতাম, বাংলাদেশের মতো।’’ নায়েলা কাদরি বালুচের দাবি, পাকিস্তান কুলভূষণ যাদব সম্পর্কে মিথ্যা বলছে। কোনও একটা উদ্দেশ্য নিয়েই তারা এটা করছে।

আরও পড়ুন:

করিডর উড়িয়ে দেবে ভারত, ভয়ে কাঁটা চিন-পাকিস্তান

ভারত এবং আফগানিস্তানকে বালুচ বিদ্রোহীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন নায়েলা। তাঁর কথায়, ভারত এবং আফগানিস্তানের নিরাপত্তার জন্যই বালুচিস্তানের স্বাধীনতা জরুরি। পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদী রাষ্ট্র’ আখ্যা দিয়ে নায়েলা কাদরি বালুচের মন্তব্য, বালুচিস্তানকে স্বাধীন করে পাকিস্তানকে দুর্বল করুক ভারত ও আফগানিস্তান। পাকিস্তান দুর্বল হলেই এশিয়ায় শান্তি ফিরবে। পাক সেনা বালুচিস্তানে গণহত্যা চালাচ্ছে এবং বালুচ মহিলাদের ধর্ষণ করছে বলে তাঁর অভিযোগ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE