Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বাবার জন্মস্থান নিয়েও ভুল!

প্রেসিডেন্টের বাবা ফ্রেড ট্রাম্প জন্মেছিলেন নিউ ইয়র্ক সিটিতে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৯ ০৪:৩৪
Share: Save:

এই প্রথম নয়। আবারও সেই একই ভুল তথ্য আউড়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বললেন, তাঁর বাবা জার্মানিতে জন্মেছিলেন। যদিও প্রকৃত তথ্য হচ্ছে, ট্রাম্পের দাদু জার্মানিতে জন্মেছিলেন।

সম্প্রতি ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টোল্টেনবার্গের সঙ্গে হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্প বলেছেন, আঙ্গেলা ম্যার্কেল এবং জার্মানি সম্পর্কে তাঁর ‘অসম্ভব শ্রদ্ধা’ রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট তখন সামরিক খাতে জার্মানির খরচ বৃদ্ধি নিয়ে কথা বলছিলেন। এই সূত্রে তিনি বলেন, ‘‘আমার বাবা জার্মান। জার্মানির খুব সুন্দর একটা জায়গায় জন্মেছিলেন তিনি। তাই জার্মানির জন্য আমার মনে বিশেষ জায়গা রয়েছে। কিন্তু যে খাতে যা খরচ করা উচিত, তা ওরা করছে না।’’

প্রেসিডেন্টের বাবা ফ্রেড ট্রাম্প জন্মেছিলেন নিউ ইয়র্ক সিটিতে। আর তাঁর দাদু ফ্রেডরিক ট্রাম্পের জন্ম হয়েছিল জার্মানিতে। ১৮৮৫ সালে ১৬ বছর বয়সে ট্রাম্পের দাদু আমেরিকায় চলে আসেন। এর আগে অন্তত দু’বার একই ভুল কথা বলেনছিলেন ট্রাম্প।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Donald Trump Germany ট্রাম্প
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE