Advertisement
২৬ এপ্রিল ২০২৪

প্রাচীর বাঁচাতে প্রথম ‘ভিটো’ প্রেসিডেন্টের

যার অর্থ, এখন জরুরি অবস্থা তুলতে সেনেট এবং হাউসে অন্তত দুই-তৃতীয়াংশের সমর্থন লাগবে।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৯ ০৫:০৩
Share: Save:

প্রাচীর তুলতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনড় জরুরি অবস্থা নিয়েও। তাই মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা তোলার প্রস্তাব কংগ্রেসের দু’কক্ষে পাশ হওয়ার পরেও শুক্রবার আচমকা বেঁকে বসলেন তিনি। দু’বছর আগে হোয়াইট হাউসে আসার পরে এই প্রথম ভিটো দিলেন প্রেসিডেন্ট। যার অর্থ, এখন জরুরি অবস্থা তুলতে সেনেট এবং হাউসে অন্তত দুই-তৃতীয়াংশের সমর্থন লাগবে।

মেক্সিকো সীমান্ত দিয়ে আমেরিকায় ঢুকতে চাওয়া অবৈধ অভিবাসীদের ঠেকাতেই দেওয়াল তোলার কথা বলে আসছেন ট্রাম্প। কিন্তু কংগ্রেস তাঁর দাবিমতো অর্থ বরাদ্দে রাজি না হওয়ায় সেখানে জরুরি অবস্থা জারি করেন তিনি। যা তুলে নেওয়ার প্রস্তাবে গত মাসে সায় দিয়েছিল ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভস। গত বৃহস্পতিবার সেনেটও প্রস্তাব পাশ হয়ে যায়।

কিন্তু তার ২৪ ঘণ্টা পেরোনোর আগেই ভিটো-তে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট। পরে বলেন, ‘‘ বিপজ্জনক হলেও কংগ্রেসের এই ধরনের প্রস্তাব পাশ করার স্বাধীনতা রয়েছে। আমার দায়িত্ব হচ্ছে তাতে ভিটো দেওয়া।’’ ক্ষমতায় থাকার প্রথম দু’বছরে প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামা বিভিন্ন বিষয়ে ১২টি ভিটো দিয়েছিলেন। সেই হিসেবে এটা ট্রাম্পের প্রথম ভিটো হলেও শাট-ডাউন পেরিয়ে আসা দেশের পক্ষে তা গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

USA Donald Trump Veto Mexico Wall
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE