Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মালালার উপর হামলার প্রমাণই পাওয়া গেল না?

পাক প্রশাসনের তদন্তের গ্রহণযোগ্যতা নিয়ে সন্দেহ বাড়িয়ে তুলে ছাড়া পেয়ে গেল নোবেল শান্তি পুরস্কার জয়ী মালালা ইউসুফজাইয়ের উপর হামলা চালানোয় অভিযুক্ত ৮ তালিবান জঙ্গি। প্রমাণের অভাবে এই জঙ্গিরা ছাড়া পেয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। জঙ্গি মুক্তির ঘটনার কথা জানাজানি হতেই তোলপাড় শুরু হয়েছে বিশ্ব জুড়ে।

মালালা

মালালা

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ জুন ২০১৫ ১৭:২১
Share: Save:

পাক প্রশাসনের তদন্তের গ্রহণযোগ্যতা নিয়ে সন্দেহ বাড়িয়ে তুলে ছাড়া পেয়ে গেল নোবেল শান্তি পুরস্কার জয়ী মালালা ইউসুফজাইয়ের উপর হামলা চালানোয় অভিযুক্ত ৮ তালিবান জঙ্গি।

প্রমাণের অভাবে এই জঙ্গিরা ছাড়া পেয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। জঙ্গি মুক্তির ঘটনার কথা জানাজানি হতেই তোলপাড় শুরু হয়েছে বিশ্ব জুড়ে।

পাক প্রশাসন সূত্রে খবর, গত এপ্রিলে মালালার উপর হামলা চালানোর অভিযোগে ১০ জন তালিবান জঙ্গিকে দোষী সাব্যস্ত করে পাকিস্তানের সন্ত্রাস দমন আদালত। অভিযুক্তদের ২৫ বছর কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত।

সোয়াট প্রদেশের পুলিশ আধিকারিক সেলিম মারওয়াত জঙ্গি মুক্তির ঘটনার কথা স্বীকার করেছেন। ওই আধিকারিক আরও জানিয়েছেন, ৮ জঙ্গি মুক্তি পেলেও হামলায় অভিযুক্ত দুই জঙ্গি দোষী সাব্যস্ত হয়েছে।

২০১২ সালে পাকিস্তানের উত্তর-পশ্চিমের সোয়াট প্রদেশের মিনগোরা শহরে মালালার উপর হামলা চালানো হয়। হামলার দায় স্বীকার করে তেহরিক-ই-তালিবান (পাকিস্তান)-এর ফজলুলাহ গোষ্ঠীর জঙ্গিরা। স্কুল থেকে বাড়ি ফেরার পথে মালালার উপর হামলা চালানো হয়। হামলায় মালালা ছাড়াও গুরুতর আহত হয় আরও দুই ছাত্রী।

মাথায় গুলি লাগে মালালার। ব্রিটেনে অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ওঠে মালালা। পাকিস্তানে মেয়েদের শিক্ষা প্রসারের উপর জোর দেওয়ার জন্যই মালালার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। এর পর গত ২০১৪ সালে ঘটনায় অভিযুক্ত ১০ জঙ্গিকে গ্রেফতারের কথা ঘোষণা করে পাক প্রশাসন। গোটা ব্যাপারটাই গোপন রাখা হয়। কোথা থেকে ওই জঙ্গিদের ধরা হয় তা চূড়ান্ত গোপন রাখা হয় প্রশাসনের তরফে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

taliban Malala Yousafzai Nobel pakistan army
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE