Advertisement
২৭ এপ্রিল ২০২৪

বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে মৌলবাদ, দাবি হাসিনার অর্থমন্ত্রী

সাম্প্রদায়িক শক্তি এবং হরতালের হাত থেকে রেহাই পেয়েছে বাংলাদেশ। তাই, দেশের অর্থনৈতিক অগ্রগতিকে আর কেউ প্রতিহত করতে পারবে না। নিউ ইয়র্কে এক আলোচনাসভায় সম্প্রতি এ কথাই শোনা গেল সে দেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মুখে। পাশাপাশি তাঁর দাবি, বাংলাদেশ থেকে মৌলবাদও বিদায় নিয়েছে।

আবুল মাল আব্দুল মুহিত

আবুল মাল আব্দুল মুহিত

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ মার্চ ২০১৬ ১৮:২১
Share: Save:

সাম্প্রদায়িক শক্তি এবং হরতালের হাত থেকে রেহাই পেয়েছে বাংলাদেশ। তাই, দেশের অর্থনৈতিক অগ্রগতিকে আর কেউ প্রতিহত করতে পারবে না। নিউ ইয়র্কে এক আলোচনাসভায় সম্প্রতি এ কথাই শোনা গেল সে দেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মুখে। পাশাপাশি তাঁর দাবি, বাংলাদেশ থেকে মৌলবাদও বিদায় নিয়েছে।

সম্প্রতি নিউ ইয়র্কে একুশে বইমেলা উপলক্ষে এসেছিলেন মুহিত। সেখানে তিনি আরও বলেন, ‘‘বিরোধী দলগুলির বোধোহয় হয়েছে। সে কারণেই হয়তো তারা হরতালের রাস্তা থেকে সরে এসেছে।’’ গোটা পরিস্থিতির জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়েছেন।

একটা সময় রাজনীতি থেকে সরে আসার কথা জানিয়েছিলেন মুহিত। কারণটা সেই সময়ে স্পষ্ট করে না বললেও এ বার তা প্রকাশ্যে জানিয়েছেন তিনি। ৮৩ বছরের মুহিত বলেছেন, ‘‘জীবনে কিছু করতে পারিনি বলে একটা সময়ে হতাশা ঘিরে ধরে। আর সে কারণেই রাজনীতি থেকে অবসর নেওয়ার কতা ভেবেছিলাম। ভাগ্যিস অবসর নিইনি! যে ভাবে চেয়েছিলাম এখন সে ভাবেই দেশ এগোচ্ছে।’’ নিজে অহিংস ও শান্তিপূর্ণ আন্দোলনের সমর্থক। তাই বিরোধীরা হরতাল-অবরোধ-জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি বর্জন করায় স্বভাবতই খুশি তিনি।

বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেছেন মুহিত। পাশাপাশি তিনি জানান, আগে এই খাতে প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ ছিল। এখন তা প্রায় ২৫০ কোটি টাকা হয়েছে। ওই অনুষ্ঠানে মুহিতের লেখা একটি বইয়েরও উদ্বোধন হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bangladesh Sheikh Hasina Abul Maal Abdul Muhith
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE