Advertisement
১১ মে ২০২৪
Military Exercise

চিন-পাকিস্তানের সঙ্গে যৌথ মহড়ায় ভারত

কূটনীতিকদের মতে, প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সাম্প্রতিক ভারত-চিন সেনা সংঘর্ষের আবহে এই যৌথ মহড়া খুবই গুরুত্বপূর্ণ সাউথ ব্লকের কাছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২০ ০৬:০২
Share: Save:

সীমান্তে টানাপড়েনের মধ্যেই আগামী মাসে রাশিয়ায় চিন ও পাকিস্তানের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেবে ভারত। ভারতীয় সেনা সূত্রে খবর, ‘ক্যাভকাজ় ২০২০’ নামে ওই মহড়ায় আয়োজক রাশিয়া-সহ ১৯টি দেশ অংশ নেবে।

করোনা আবহে প্রতিটি অংশগ্রহণকারী দেশকেই বাধ্যতামূলক ভাবে কোভিড প্রোটোকল মেনে চলতে হবে। অংশগ্রহণকারী সমস্ত সেনাদের করোনা পরীক্ষার পরে ১৪ দিন কোয়রান্টিনে থাকতে হবে। এর পরে রাশিয়া পৌঁছনোর পরে আর এক দফা করোনা পরীক্ষা করা হবে সকলের। বিশেষ বাহিনী-সহ বিভিন্ন বিভাগের সেনা অফিসাররা যোগ দেবেন ওই দলে। থাকছেন ভারতীয় বায়ুসেনা ও নৌসেনার প্রতিনিধিও। সূত্রের খবর, বাহিনীর পাশাপাশি তিনটি জাহাজও মহড়ায় শামিল করতে চলেছে চিন।

কূটনীতিকদের মতে, প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সাম্প্রতিক ভারত-চিন সেনা সংঘর্ষের আবহে এই যৌথ মহড়া খুবই গুরুত্বপূর্ণ সাউথ ব্লকের কাছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Military Exercise India China Pakistan Russia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE