Advertisement
২৬ এপ্রিল ২০২৪

পানীয় জলেও এ বার জবরদখল আইএসের

একের পর এক শহর দখলের পর এ বার হাত পড়ল পানীয় জলেও। অভিযোগের আঙুল এ বারও ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠীর দিকে। পশ্চিম ইরাকের আনবার প্রদেশের ঘটনা। স্থানীয় প্রশাসন সূত্রের দাবি, আনবারের রাজধানী রামাদি দখলের পর এ বার সরকারি এলাকায় পানীয় জল সরবরাহেও নাক গলাচ্ছে জঙ্গিরা। নাক গলাচ্ছে শুধু নয়, জঙ্গি তাণ্ডবে বেশ কিছু এলাকায় রীতিমতো জলকষ্ট শুরু হয়েছে বলে অভিযোগ।

সংবাদ সংস্থা
বাগদাদ শেষ আপডেট: ০৬ জুন ২০১৫ ০৩:০৫
Share: Save:

একের পর এক শহর দখলের পর এ বার হাত পড়ল পানীয় জলেও। অভিযোগের আঙুল এ বারও ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠীর দিকে। পশ্চিম ইরাকের আনবার প্রদেশের ঘটনা। স্থানীয় প্রশাসন সূত্রের দাবি, আনবারের রাজধানী রামাদি দখলের পর এ বার সরকারি এলাকায় পানীয় জল সরবরাহেও নাক গলাচ্ছে জঙ্গিরা। নাক গলাচ্ছে শুধু নয়, জঙ্গি তাণ্ডবে বেশ কিছু এলাকায় রীতিমতো জলকষ্ট শুরু হয়েছে বলে অভিযোগ।

কিন্তু কেন এই জলযুদ্ধ? আন্তর্জাতিক কূটনীতিক মহলের একাংশের বক্তব্য, এমনটা নতুন কিছু নয়। দেশ জুড়ে জঙ্গি আগ্রাসন রুখতে ন্যাটো বাহিনীর সঙ্গেই পাল্লা দিয়ে লড়ছে ইরাকি সেনা। মনে করা হচ্ছে, সেনাবাহিনীকে বেগ দিতেই জঙ্গিদের এই কৌশল। চলতি বছরের শুরুতে আনবার প্রদেশের ফালুজা শহরেও একই রকম ভাবে জল সরবরাহ বেশ কিছু দিনের জন্য বন্ধ করে দেয় জঙ্গিরা। স্থানীয়দের বিক্ষোভেই অবশ্য সেই সরবরাহ ফের চালু করতে বাধ্য হয় তারা।

একই কাণ্ড ঘটে গত গ্রীষ্মেও। দেশের সার্বিক জল সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ মসুল বাঁধের দখল নেয় আইএস। বানের তোড়ে বাগদাদ-সহ দেশের একটা বড় অংশ ভাসিয়ে দেওয়ারও হুমকি দেয় জঙ্গিরা। পরে অবশ্য টানা যুদ্ধ চালিয়ে জঙ্গিদের থেকে সেই বাঁধের দখল ছিনিয়ে নেয় ইরাক। তবু আনবার প্রদেশে জঙ্গিদের এই নয়া উপদ্রবে সিঁদুরে মেঘ দেখছে বাগদাদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE