Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ফের আমেরিকার স্কুলে বন্দুক হামলা, জখম ৪

আবার বন্দুক-হামলার ঘটনা ঘটল আমেরিকার স্কুলে।কুস্তির লড়াইয়ের বদলা নিতে স্কুলের ক্যাফেটারিয়ায় ঢুকে আচমকা এলোপাথারি গুলি চালাল এক ১৪ বছর বয়সের কিশোর। তাতে দুই ছাত্র গুলিবিদ্ধ হয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক। আরও দু’টি ছাত্র পালাতে গেলে, পিছু ধাওয়া করে গিয়ে তাদের ছুরি মারে ওই আততায়ী। আশঙ্কাজনক অবস্থায় ওই দু’টি ছাত্রকেও ভর্তি করানো হয়েছে হাসপাতালে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ মার্চ ২০১৬ ১৫:৩৮
Share: Save:

আবার বন্দুক-হামলার ঘটনা ঘটল আমেরিকার স্কুলে।

কুস্তির লড়াইয়ের বদলা নিতে স্কুলের ক্যাফেটারিয়ায় ঢুকে আচমকা এলোপাথারি গুলি চালাল এক ১৪ বছর বয়সের কিশোর। তাতে দুই ছাত্র গুলিবিদ্ধ হয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক। আরও দু’টি ছাত্র পালাতে গেলে, পিছু ধাওয়া করে গিয়ে তাদের ছুরি মারে ওই আততায়ী। আশঙ্কাজনক অবস্থায় ওই দু’টি ছাত্রকেও ভর্তি করানো হয়েছে হাসপাতালে।

আরও পড়ুন- গাঁধীর মুখে এ কী কথা বসালেন ট্রাম্প!

পুলিশ জানাচ্ছে, ওই বন্দুক-হামলার ঘটনাটি ঘটেছে বাটলার কাউন্টির ম্যাডিসন হাই স্কুলে। আততায়ী ও আক্রান্ত ছাত্ররা স্কুলের কুস্তি টিমের খেলোয়াড়। আততায়ী কিশোর জেমস অস্টিন হ্যানকক দিন কয়েক আগে কুস্তির লড়াইয়ে হেরে গিয়েছিল। তাই যাদের কাছে সে হেরে গিয়েছিল, বদলা নিতে তাদের ওপরেই বন্দুক-হামলা চালায় কিশোরটি। গুলি চালানোর পরেই ধরা পড়ে যাওয়ার ভয়ে ছুটতে ছুটতে স্কুল থেকে বেরিয়ে গিয়েছিল কিশোরটি। হাত থেকে বন্দুকটি সে ফেলেও দেয়। পরে অব্শ্য পুলিশ তাকে গ্রেফতার করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

us madison school shooting injured shot
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE