Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ডিমে কোপ ইউরোপে

ফ্রান্সের কৃষিমন্ত্রী জানিয়েছেন, এপ্রিল থেকে এখনও পর্যন্ত ফ্রান্সে প্রায় আড়াই লক্ষ বিষাক্ত ডিম বিক্রি হয়েছে। ওই বিষাক্ত ডিম খেলে কিডনি, লিভার ও থাইরয়েড গ্রন্থির ক্ষতির আশঙ্কা থাকে।

সংবাদ সংস্থা
ব্রাসেলস শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৭ ০২:২৪
Share: Save:

ডিম বিভ্রাটের জেরে ডিমের তৈরি সব রকম খাবারে কোপ ইউরোপের বেশ কিছু দেশে!

ইউরোপীয় ইউনিয়নের ১৫টি দেশ এবং হংকং ও সুইৎজারল্যান্ডে ছড়িয়ে পড়েছে বিষাক্ত ডিম। ইউরোপীয় কমিশন জানিয়েছে, ওই ডিমে রয়েছে ফিপ্রোনিল নামে এক ধরনের কীটনাশক। চামড়ার উকুন আর এঁটেল পোকা মারতে এই কীটনাশকটি পশুদের উপর প্রয়োগ করতে হয়। খাদ্যে এর ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ইউরোপীয় ইউনিয়ন। কিন্তু আশঙ্কা করা হচ্ছে, কিছু মুরগি খামারে এই ফিপ্রোনিল ব্যবহার করা হচ্ছে। বিশেষত নেদারল্যান্ডস থেকে আসা ডিমগুলিতে ফিপ্রোনিলের উপস্থিতি মিলেছে।

এর জেরে ইতিমধ্যেই কয়েক লক্ষ ডিম নষ্ট করে ফেলা হয়েছে গোটা ইউরোপে। যাঁরা বিষাক্ত ডিম কিনে ফেলেছেন, আতঙ্কিত তাঁরা।

আরও পড়ুন: বার্তা উত্তর কোরিয়াকে, যুদ্ধের দায় নেবে না চিন

ফ্রান্সের কৃষিমন্ত্রী জানিয়েছেন, এপ্রিল থেকে এখনও পর্যন্ত ফ্রান্সে প্রায় আড়াই লক্ষ বিষাক্ত ডিম বিক্রি হয়েছে। ওই বিষাক্ত ডিম খেলে কিডনি, লিভার ও থাইরয়েড গ্রন্থির ক্ষতির আশঙ্কা থাকে। এই ঘটনায় প্রশ্ন উঠেছে বেলজিয়াম ও নেদারল্যান্ডস সরকারের ভূমিকা নিয়ে। অনেক দেশই এদের দিকে অভিযোগের আঙুল তুলেছে।

গত কাল ইউরোপীয় কমিশনের মুখপাত্র ড্যানিয়েল রোসারিও জানিয়েছেন, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি ও ফ্রান্সের অনেক খামার বন্ধ করে দেওয়া হয়েছে। ওই সব খামারে ফিপ্রোনিল প্রয়োগ করা হয়েছিল বলে খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE