Advertisement
১১ মে ২০২৪

প্রার্থী কই, চাপে মাক্‌রঁর দল

একপ্রস্ত লড়াই শেষ। এ বার পার্লামেন্টে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের পালা। প্রেসিডেন্ট-ইলেক্ট ইমানুয়েল মাক্‌রঁর সদ্য গড়ে ওঠা দলে প্রার্থীদের পূর্ণ তালিকা এখনও তৈরি হয়নি।

ইমানুয়েল মাক্‌রঁ

ইমানুয়েল মাক্‌রঁ

সংবাদ সংস্থা
প্যারিস শেষ আপডেট: ১২ মে ২০১৭ ০৪:১৯
Share: Save:

একপ্রস্ত লড়াই শেষ। এ বার পার্লামেন্টে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের পালা।

প্রেসিডেন্ট-ইলেক্ট ইমানুয়েল মাক্‌রঁর সদ্য গড়ে ওঠা দলে প্রার্থীদের পূর্ণ তালিকা এখনও তৈরি হয়নি। দলের অফিসাররাই মেনে নিয়েছেন সে কথা। আগামী মাসে দেশে পার্লামেন্ট নির্বাচন। ৫৭৭টি আসনের ফরাসি পার্লামেন্টে যথেষ্ট মজবুত অবস্থান নিশ্চিত করতে পারলে তবেই সংস্কারমুখী কাজ এগিয়ে নিয়ে যেতে পারবেন মাক্‌রঁ।

এই পরিস্থিতিতে তিনি ঘোষণা করেছেন, কালই সব প্রার্থীর নাম ঘোষণা করা হবে। কিন্তু তাঁদের দল, লা রেপুব্লিক অঁ মার্শ-এর (অভিযাত্রায় প্রজাতন্ত্র) প্রার্থী হতে পারার মতো সদস্যের সংখ্যা ৪৫০। দল সূত্রে খবর, গত জানুয়ারি থেকে ১৫ হাজার মানুষ অঁ মার্শ-এর প্রার্থী হওয়ার জন্য আবেদন করেছিলেন। এঁদের মধ্যে থেকে প্রার্থী বাছাই করতে কোনও প্রতিষ্ঠিত দলের অন্তত বছর তিনেক সময় লেগে যায়। কিন্তু মাক্‌রঁর অপরিণত দলটিকে সেই কাজ করতে হচ্ছে কয়েক সপ্তাহে। দলের কর্মীদের তাই যথেষ্ট বেগ পেতে হচ্ছে।

আর ঠিক এগারো মাস পরেই পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফা। পরের দফা তার সাত দিন পরে। মাক্‌রঁ প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ফরাসি রাজনৈতিক পরিমণ্ডলে নতুন মুখ আনবেন। যাঁর মধ্যে যেমন থাকবেন বেশ কয়েক জন বিশিষ্ট নাগরিক, তেমনই অর্ধেক সংখ্যক মহিলা মুখও থাকবে বলে জানিয়েছিলেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Emmanuel Macron President of France
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE