Advertisement
১১ মে ২০২৪
International

পাকিস্তানের ওপর কড়া নজর রাখছি: পেন্টাগন

এ বার পেন্টাগনও বুঝিয়ে দিল, নিজের ভূখণ্ডে সন্ত্রাসবাদীদের ঘাঁটিগুলি নির্মূল করার ব্যাপারে পাকিস্তানের ভূমিকায় তারা আদৌ খুশি নয়। পেন্টাগন মনে করে, ওই সন্ত্রাসবাদীরা শুধু এই উপমহাদেশেই নয়, পাক নাগরিকদের পক্ষেও বিপজ্জনক হয়ে উঠতে পারে।

পেন্টাগনের পদস্থ কর্তারা।

পেন্টাগনের পদস্থ কর্তারা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৬ ১৬:১৫
Share: Save:

এ বার পেন্টাগনও বুঝিয়ে দিল, নিজের ভূখণ্ডে সন্ত্রাসবাদীদের ঘাঁটিগুলি নির্মূল করার ব্যাপারে পাকিস্তানের ভূমিকায় তারা আদৌ খুশি নয়। পেন্টাগন মনে করে, ওই সন্ত্রাসবাদীরা শুধু এই উপমহাদেশেই নয়, পাক নাগরিকদের পক্ষেও বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাই পাকিস্তানের ওপর রাখা হচ্ছে কড়া নজর, জানাল পাকিস্তান।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি পিটার কুক মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘‘পাকিস্তানের সঙ্গে আমাদের আলোচনা চলছে এখন যে সব বিষয়ে তার একটা বড় অংশ জুড়েই থাকছে সন্ত্রাসবাদের প্রসঙ্গ। আর এটা আমরা চালিয়ে যাব। কারণ, আমরা যথেষ্টই বিশ্বাস করি, পাক ভূখণ্ডে সন্ত্রাসবাদী ঘাঁটিগুলি নির্মূল করার ব্যাপারে প্রশাসনের এখনও অনেক কিছু করার আছে। সেই কাজগুলি হচ্ছে না বলেই সন্ত্রাসবাদীদের দিক থেকে বিপদটা থেকেই যাচ্ছে। সেই বিপদটা শুধুই উপমহাদেশের নয়, তাতে পাক নাগরিকদেরও প্রাণহানির সম্ভাবনা রয়েছে। আমরা এটা পাকিস্তানকে বোঝানোর চেষ্টা করছি। আগামী দিনেও সেই চেষ্টা চালিয়ে যেতে আমাদের কোনও আপত্তি নেই। আর পাক ভূখণ্ডে সন্ত্রাসবাদীদের ঘাঁটিগুলি নির্মূল করার ব্যাপারে পাকিস্তান সরকারের সঙ্গে যৌথ ভাবেও আমরা কাজ করতে রাজি আছি।’’

নিজের ভূখণ্ডে সন্ত্রাসবাদীদের ঘাঁটিগুলি নির্মূল করার ব্যাপারে পাক সরকার কতটা কী করছে, তার ওপর মার্কিন প্রশাসন কড়া নজর রাখছে বলেও পেন্টাগনের প্রেস সেক্রেটারি জানিয়েছেন। কুকের বক্তব্য, ‘‘আমেরিকা নজর রাখছে, কারণ এটা গোটা বিশ্বের সমস্যা। আর এ ব্যাপারে অনেক কিছুই নির্ভর করছে। পাকিস্তানের সঙ্গে আমাদের প্রতিরক্ষা সহযোগিতা কতটা কী থাকবে, সেটাও নির্ভর করছে এর ওপরেই।’’

আরও পড়ুন- সাম্প্রতিক কালের বৃহত্তম হামলা, কাশ্মীরে পাক গোলায় হত ৭ নাগরিক

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE