Advertisement
০৬ মে ২০২৪

হাবাসের পরামর্শেই কাজ শুরু এটিকে অ্যাকাডেমির

আন্তোনিও হাবাসকে শেষ পর্যন্ত কোচ হিসেবে পরের মরসুমে পাওয়া যাবে কি না, তা নিয়ে কলকাতার কর্তারা সংশয়ে। তা সত্ত্বেও স্প্যানিশ কোচের পরামর্শ মেনেই অ্যাকাডেমি তৈরির সলতে পাকানোর কাজ শুরু করে দিলেন আটলেটিকো দে কলকাতার কর্তারা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৬ ০৩:৪৬
Share: Save:

আন্তোনিও হাবাসকে শেষ পর্যন্ত কোচ হিসেবে পরের মরসুমে পাওয়া যাবে কি না, তা নিয়ে কলকাতার কর্তারা সংশয়ে। তা সত্ত্বেও স্প্যানিশ কোচের পরামর্শ মেনেই অ্যাকাডেমি তৈরির সলতে পাকানোর কাজ শুরু করে দিলেন আটলেটিকো দে কলকাতার কর্তারা।

শনিবার থেকে রাজ্যের কুড়িটি জেলায় শুরু হচ্ছে এটিকে অ্যাকাডেমির ফুটবলার নির্বাচনের ট্রায়াল। উদ্বোধন হবে বিধাননগর স্পোর্টস কমপ্লেক্সে, যে মাঠে সুপার লিগের সময় অনুশীলন করতেন হিউম-দ্যুতিরা। প্রথম দিন ডাকা হয়েছে কলকাতা এবং সংলগ্ন অঞ্চলের প্রতিশ্রুতিমান ফুটবলারদের। ১২-১৪ বছর বয়সিদের ওই ট্রায়াল থেকে মোট ষাট জনকে নির্বাচন করা হবে। এ ভাবেই রাজ্যের কুড়িটি জেলা থেকে ফুটবলার বাছাই করে এনে মূল ট্রায়াল হবে। সেখান থেকে আবার ত্রিশ জনকে বাছা হবে অ্যাকাডেমির জন্য। ফুটবলার বাছার দায়িত্বে আছেন হাবাসের সহকারী কোচ বাস্তব রায় এবং সদ্য এ-লাইসেন্স পাওয়া কুন্তলা ঘোষদস্তিদার। তাঁদের সাহায্য করবেন আরও চার জন কোচ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE