Advertisement
২২ মার্চ ২০২৩
Lifestyle News

জেনে নিন সমুদ্রে ছুটি কাটানো কী ভাবে ভাল রাখে বাচ্চাদের

বেড়াতে নিয়ে যাওয়া ওদের জন্য থেরাপির কাজ করে। সমুদ্রে ছুটি কাটাতে যাওয়া বাচ্চাদের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য খুবই উপকারি।

বাচ্চাদের যে কোনও ত্বকের অ্যালার্জি, ঠান্ডা লাগার সমস্যা কমাতে আদর্শ সমুদ্রের জল।

বাচ্চাদের যে কোনও ত্বকের অ্যালার্জি, ঠান্ডা লাগার সমস্যা কমাতে আদর্শ সমুদ্রের জল।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ জুন ২০১৭ ১৩:০৯
Share: Save:

গরমের ছুটি শেষ হয়ে গেল। বাচ্চাকে ঘুরতে নিয়ে গিয়েছিলেন কি? মনোবিদরা বলে থাকেন বাচ্চাকে বেড়াতে নিয়ে যাওয়া, ওদের সঙ্গে ছুটি কাটানো সম্পর্ক গ়়ড়ে তোলা, ওদের বোঝা, ওদের সঙ্গে সময় কাটানোর জন্য আদর্শ। তাই বেড়াতে নিয়ে যাওয়া ওদের জন্য থেরাপির কাজ করে। সমুদ্রে ছুটি কাটাতে যাওয়া বাচ্চাদের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য খুবই উপকারি।

Advertisement

সূর্য

বেশির ভাগ বাচ্চারাই এখন ট্যাব, ভিডিও গেমের মধ্যে প্রতি দিনের আনন্দ খুঁজে নেয়। বাইরে খেলার অভ্যাস কমে যাওয়ায় সূর্যের আলো, খোলা হাওয়া থেকে বঞ্চিত হয় তারা। ফলে ত্বকে ভিটামিন ডি উত্পন্ন হয় না। সমুদ্রে ছুটি কাটাতে গেলে সান বাথের সুযোগ পায় বাচ্চারা। যা তাদের মনাসিক ও শারীরিক সুস্থতার জন্য জরুরি।

প্রকৃতি

Advertisement

শিশুরা যত তাড়াতাড়ি প্রকৃতিকে চিনতে শিখবে, ততই ওদের বৃদ্ধি ও বিকাশের জন্য ভাল। প্রকৃতির কাছাকাছি থাকা ওদের অনুভূতিতে আরও সক্রিয় করে তুলবে। সমীক্ষায় দেখা গিয়েছে, যে শিশুদের সঙ্গে ছোটবেলা থেকেই প্রকৃতির সংযোগ স্থাপিত হয়, তাদের মধ্যে বড় হয়ে স্বাস্থ্যকর জীবনযাপন বেছে নেওয়ার প্রবণতা বা়ড়ে।

ন্যাচারাল হিলার

সমুদ্রের জলে থাকা মিনারেল ও নুন ন্যাচারাল হিলার হিসেবে কাজ করে। বাচ্চাদের যে কোনও ত্বকের অ্যালার্জি, ঠান্ডা লাগার সমস্যা কমাতে আদর্শ সমুদ্রের জল। তাই সমুদ্র থেকে ফিরে আসার পর আমরা সুস্থ ও ঝরঝরে বোধ করি।

ইন্দ্রিয়

সমুদ্র আমাদের ইন্দ্রিয়কে সক্রিয় করে তোলে। ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভব করে বাচ্চারা অনেক কিছু শিখতে পারে। বালি, জল, হাওয়া, ঝিনুক সবকিছুর আলাদা স্পর্শ, আলাদা শব্দ, আলাদা গন্ধ ওদের স্নায়ু উন্নত করে। মানসিক বিকাশেও সাহায্য করে।

আরও পড়ুন: পরিবারের চেয়েও মন ভাল রাখে মনের মতো বন্ধু, বলছে সমীক্ষা

নতুন পৃথিবী

সমুদ্র শুধু উপভোগ করাই নয়, জলজ জীবন সম্পর্কেও এতে ওদের ধারণা তৈরি হবে। জলজ প্রাণীদের চিনতে শিখবে। আমাদের নিজস্ব জগতের বাইরেও যে জলজগত্ রয়েছে, আমরা একে অপরের সঙ্গে পারস্পরিক সম্পর্কযুক্ত, বাস্তুতন্ত্র ওদের কাছে নতুন জানার জগত্ খুলে দেবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.