জলে ডুবে গিয়েছে ফোন? বাড়িতেই আবার চাঙ্গা করে তুলুন
নতুন ফোনের বাক্সের উপর বড় বড় করে এক বছরের ‘ওয়ারেন্টি পিরিয়ড’-এর কথা লেখা। কিন্তু খেয়াল করে দেখবেন সেই ওয়ারেন্টির মধ্যেও রয়েছে নিয়মের কড়াকড়ি। এক বছরের মধ্যে নির্দিষ্ট কিছু সরঞ্জাম খারাপ হলেই তার দায়িত্ব নেয় সংস্থা।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:৪৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৮
জলে পড়ে যদি ফোন অফ হয়ে যায় তাহলে অন করবেন না। আর যদি ফোনটি অন অবস্থাতেই থাকে তাহলে তা দ্রুত অফ করে দিন।
০২০৮
ফোনের কভার থাকলে দ্রুত তা খুলে ফেলুন। ফোনের ব্যাটারি, মাইক্রো এসডি কার্ড, সিম কার্ডও খুলে ফেলুন।
০৩০৮
টিস্যু পেপার দিয়ে ভাল করে মুছে নিন।
০৪০৮
যদি আপনার ফোনের ব্যাটারি ইনবিল্ট হয় তাহলে কম্পিউটার চালু অবস্থায় সিপিইউ-র ফ্যানের সামনে <br> কিছুক্ষণ রেখে দিন ফোনটা। সিপিইউ-র গরম হাওয়ায় জল শুকিয়ে যায়।
০৫০৮
জল শুষে নেওয়ার জন্য ভ্যাকুয়াম ক্লিনার বা হেয়ার ড্রায়ার ব্যবহার করতে পারেন। তবে খুব সাবধানে।
০৬০৮
এ বার জিপ লক ব্যাগে বেশ খানিকটা চাল দিয়ে তার মধ্যে ফোনটি রেখে লক করে দিন। এ ভাবেই দু-তিন দিন রেখে দিন।
০৭০৮
দু’দিন পর ব্যাগ থেকে ফোনটি বের করে এনে অন করুন।
০৮০৮
ফোন অন হলে চার্জে বসান। ঠিক ভাবে চার্জ হলে বুঝবেন আপনার ফোনটি বিপদমুক্ত। তবে কোনও <br> অস্বাভাবিকতা দেখলে অবশ্যই সেটি দোকানে নিয়ে যেতে হবে।