কথায় আছে বাঙালির পায়ের তলায় সর্ষে। তাই হাজার ব্যস্ততার মধ্যেও ফাঁক পেলেই বাক্স-প্যাঁটরা নিয়ে বেরিয়ে পড়া। কেউ বা নিজেদের উপরেই ভরসা করেন, আবার কেউ নিরাপত্তার কথা মাথায় রেখে ট্রাভেল এজেন্সির সঙ্গে বেড়াতে বেরোন।
এই বেছে নেওয়া ট্রাভেল এজেন্সিটি কেমন, তার উপরেই কিন্তু আপনার ভ্রমণ অভিজ্ঞতা অনেকটাই নির্ভর করে। তাই ট্র্যাভেল এজেন্সি বাছার আগে কয়েকটি জিনিস মাথায় রাখা দরকার।
ঠিক কোন কোন বিষয়ে কথা বলে তবেই ট্রাভেল এজেন্সিকে দায়িত্ব দেবেন, জানেন? দেখে নিন সে সব।