প্রেম কী ভাবে আসবে আর কী ভাবে চলে যাবে, সেই সূত্র আজও কেউ আবিষ্কার করতে পারেনি। এক সময়ে যাঁর মেসেজে ঘুম না ভাঙলে দিনটাই পানসে হয়ে যেত, আজ সেই মাথাব্যথার কারণ। যাঁকে ঘিরে হাজারো স্বপ্ন পরিকল্পনা ছিল, তিনি এখন ধারেকাছে ঘেঁষলেই বিভীষিকা! এ ভাবেই বর্তমান সঙ্গী, এক দিন পরিস্থিতির চাপে ‘প্রাক্তন’ হয়ে যায়। ফোন থেকে ফেসবুক সবেতেই সে তখন অবাঞ্ছিত। প্রাণে ধরে ব্লক করতে পারেন না হয়তো অনেকেই, কিন্তু আড্ডা বা গল্পেরও আর কোনও অবকাশ থাকে না।
কিন্তু সেই প্রাক্তনই যদি হঠাৎ আবার ফিরে আসতে চান! হয়তো এক দিন যিনি নিজে আপনাকে বেরিয়ে যাওয়ার রাস্তা দেখিয়েছিলেন, তিনিই ফিরে আসতে চাইছেন। আপনি বিরক্ত হচ্ছেন, অথচ বুঝতে পারছেন না সেই পরিস্থিতি কী ভাবে সামাল দেবেন। তত দিনে নতুন সম্পর্কে চলে গেলে সমস্যা আরও একটু জটিল হওয়ার সম্ভাবনা দেখা যায় বইকি!
কিন্তু তা বলে বিরক্ত হয়েও তো চুপ করে থাকা যায় না! এ ক্ষেত্রে কী ভাবে পরিস্থিতি সামাল দেবেন জেনে নিন।