চলছে ৭৫তম কান চলচ্চিত্র উৎসব। এই উৎসবে প্রতি বছর জড়ো হন হাজার হাজার তারকা। এই উৎসবে কোন তারকা কী পরলেন, তা নিয়ে চর্চা চলে সারা বছর ধরে। কার পোশাক কত অদ্ভূত, কে কত দামি পোশাক পরলেন— তা-ও হয়ে ওঠে চর্চার বিষয়। দীপিকা থেকে তমান্না— এই বছরের কান উৎসবে ভারতীয় অভিনেত্রীদের সাজপোশাক নজর কাড়ছে অনেকের। এ বার প্রকাশ্যে এল ঐশ্বর্যা রাই বচ্চনের সাজ।
প্রত্যেক বছর ফ্রেঞ্চ রিভেরায় নিজের রূপের দ্যুতি ছড়ান অভিনেত্রী। কান চলচ্চিত্র উৎসবের নিয়মিত অতিথি তিনি। এ বারও সে ধারায় অনথ্যা হয়নি। উৎসবের দ্বিতীয় দিন টম ক্রুজের ছবি ‘টপ গান মারভিক’-এর প্রিমিয়ারে হাজির হলেন ঐশ্বর্যা। পঞ্চাশ ছুঁইছুঁই অভিনেত্রীর সাজপোশাক দেখে মুগ্ধ অনুগামীরা।