Advertisement
০৭ মে ২০২৪
eye

এই টি২০ওষুধপত্র ছাড়াই ভাল রাখবে চোখ

এই ২০-২০-র সঙ্গে ক্রিকেটের কোনও সম্পর্ক নেই। তবে এ চোখকে ভাল রাখবে সহজেই। জানেন কী ভাবে?

সারা ক্ষণ স্ক্রিনে চোখ? দৃষ্টিশক্তি টিকিয়ে রাখতে মেনে চলুন সহজ নিয়ম। ছবি: শাটারস্টক।

সারা ক্ষণ স্ক্রিনে চোখ? দৃষ্টিশক্তি টিকিয়ে রাখতে মেনে চলুন সহজ নিয়ম। ছবি: শাটারস্টক।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮ ১২:৪৫
Share: Save:

এও এক ২০-২০। তবে এর সঙ্গে ক্রিকেটের কোনও সম্পর্ক নেই। বরং সহজ এই উপায় বাঁচিয়ে দেবে আপনার চোখ!

আজ্ঞে হ্যাঁ, চিকিৎসকরা অন্তত সে আশ্বাসই দিচ্ছেন। দীর্ঘ ক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে থাকা বা ট্যাব-কম্পিউটারের স্ক্রিনে চোখ রাখা, এ আমাদের কর্মব্যস্ত জীবনের অন্যতম অঙ্গ। কাজ ছাড়াও গেমস ও নানা সোশ্যাল সাইটে মন দিতে গিয়েও অনেকটা সময় মোবাইলের দিকে তাকিয়ে থাকেন অনেকেই। প্রযুক্তির যুগে শিশুরাও এই ‘রোগ’-এর শিকার।

এত ক্ষণ একটানা মোবাইল, কম্পিউটার বা ট্যাবে সময় কাটানোর ফলে তা অবধারিত ভাবে চোখের ক্ষতি করছে। চিকিৎসকদের বিভিন্ন সচেতনতা, নানা নিষেধের পরেও আধুনিক জীবনে প্রযুক্তির এই হাতছানি রুখতে পারিনি আমরা। তার ফলে চোখের অসুখ বেড়েছে অনেকটাই।

আরও পড়ুন: ডায়াবিটিস ও মেদ রুখতে চান? অবশ্যই পান করুন এই পানীয়

মোবাইলে আটকে শিশুদের চোখ। ছবি: শাটারস্টক।

তবে চিকিৎসকদের মতে, সহজ একটি উপায় মানলে দীর্ঘ ক্ষণ কম্পিউটার, ট্যাব বা মোবাইল ব্যবহারের পরেও ভাল থাকবে চোখ। এই পদ্ধতিতে চোখের উপর চাপ পড়াও নিয়ন্ত্রণ করা যাবে। চিকিৎসাবিজ্ঞান এই উপায়কে ‘২০-২০’ নামে ডাকে। ‘‘দৃষ্টিশক্তি ভাল রাখতে প্রয়োজনীয় খাবার, কিছু ব্যায়াম এ সব করাটা আধুনিক জীবনযাত্রায় খুবই প্রয়োজনীয়। সঙ্গে এই উপায় অবলম্বন করলে চোখের উপর অহেতুক চাপ পড়া, মাথা যন্ত্রণা, চোখ জ্বালা, চোখ থেকে জল পড়ার মতো প্রতি দিনের নানা সমস্যাকে সরানো তো যায়ই, সঙ্গে ঝাপসা দৃষ্টিশক্তি থেকেও দূরে থাকা যায়।’’— জানালেন চক্ষুবিশেষজ্ঞ বি.কে. বৈদ্য।

আরও পড়ুন: ক্যানসার আক্রান্ত পশু-পাখির মাংস কিনছেন না তো? কী ভাবে বুঝবেন?

কিন্তু কী এই ২০-২০ উপায়? চিকিৎসকদের মতে, একটানা মোবাইল, কম্পিউটার বা ট্যাব ব্যবহারের সময় প্রতি ২০ মিনিট অন্তর স্ক্রিন থেকে চোখ সরিয়ে ২০ ফুট দূরের কোনও বস্তুতে ২০ সেকেন্ডের জন্য চোখ রাখুন। এতে চোখ আরাম পাবে। স্ক্রিন থেকে আসা আলো চোখের যে ক্ষতি করে তাকেও অনেকটা রুখে দেবে এই নিয়ম।

সুতরাং, আজ থেকেই রপ্ত করুন এই অভ্যাস আর ভাল রাখুন চোখকে।

ইতিহাসের পাতায় আজকের তারিখ, দেখতে ক্লিক করুন — ফিরে দেখা এই দিন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fitness Tips Eye Care Tips Health Tips
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE