বর্ষায় দিনভর স্যাঁতসেঁতে আবহাওয়ায় ত্বকেও তেলতেল বা চিটচিটে ভাব দেখা যায়। বিশেষ করে ত্বক যদি স্বাভাবিক ভাবে তৈলাক্ত হয়, তবে এই সমস্যা আরও বাড়বে। যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে পারে ব্রণ, ফুস্কুড়ির মতো ত্বকের সমস্যাও। বর্ষায় ত্বকের এই অতি তৈলাক্ত ভাব কমাতে সাহায্য করতে পারে টোনার। যা বাড়িতেও বানিয়ে নিতে পারেন।
১। গ্রিন টি টোনার
এক চা চামচ গ্রিন টি ১/৪ কাপ জলে ফুটিয়ে ঠান্ডা করে নিন। তার সঙ্গে মেশান ২ চা চামচ গোলাপ জল। সম্ভব হলে ২-৩ ফোঁটা টি ট্রি অয়েল মেশাতে পারেন। তা হলেই তৈরি টোনার। একটি স্প্রে বটলে ভরে ফ্রিজে সংরক্ষণ করুন। মুখ পরিষ্কার করার পরে মুখে ছড়িয়ে নিন। এটি মুখের বাড়তি তেল নিঃসরণ কমাবে। ত্বককেও রাখবে টান টান।
২। অ্যাপল সাইডার ভিনিগার টোনার
আধ কাপ অ্যাপল সাইডার ভিনিগারের সঙ্গে মেশান এক কাপ জল। সঙ্গে আধ কাপ গোলাপ জল মিশিয়ে নিয়ে ভরে রাখুন স্প্রে বটলে। এই টোনার ত্বকের পিএইচ ভারসম্য বজায় রাখে। ত্বকের রন্ধ্রগুলির মুখ বন্ধ করে।
৩। শসা-পুদিনার টোনার
আধ খানা শসার রস এবং একমুঠো পুদিনা পাতা বেটে নিয়ে তার রস বার করে একসঙ্গে মিশিয়ে নিন। এ বার ওতে মেশান ১ কাপ পরিশ্রুত জল। ভাল ভাবে মিশিয়ে নিয়ে এটিও স্প্রে বটলে ভরে রাখুন। এতে থাকা অ্যাস্ট্রিনজেন্ট উপাদান ত্বকের তৈলাক্ত ভাব কমিয়ে ত্বকের রন্ধ্রপথ বন্ধ রাখতে সাহায্য করে। ফলে ত্বক হয় ঝলমলে এবং টানটান। ব্রণ-ফুস্কুড়ির সমস্যাও কমে।