চামড়ার রং যতই ফর্সা হোক না কেন, চুল চাই কুচকুচে কালো। ফলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুল পেকে যাওয়ার সমস্যা কারও কারও জীবনে বিভীষিকা হয়ে দেখা দেয়। পাকা চুল কালো করার জন্য বাজারচলতি একাধিক জিনিস পাওয়া যায়। রাসায়নিক মেশানো এই সব জিনিসের নিয়মিত ব্যবহারে চুলের ক্ষতি হওয়াও নিতান্ত অসম্ভব নয়। আসলে চুল পাকতে শুরু করলেই যে প্রশ্নটি অনেকের মনে তৈরি হয়, তা হল প্রাকৃতিক ভাবেই সাদা চুল আবার কালো হতে পারে কি না। ধূসর বা সাদা হয়ে গেলে চুলের স্বাভাবিক রং ফিরে পাওয়ার বিষয়ে অনেক ভুল তথ্যও ছড়িয়ে আছে চারদিকে।