বাইরে ঘুরতে গেলে চুল রুক্ষ হয়েই যায়। ধুলোবালি লেগে বা ময়লা জমে চুলের বারোটা বেজে যায়। ঘুরতে গিয়ে রোজ শ্যাম্পু করাও সম্ভব হয় না। ফলে চুল পড়ার সমস্যাও বাড়ে। চলে যায় চুলের জেল্লাও। তা হলে কী করণীয়?
সমুদ্রসৈকতে যদি যান অথবা ট্রেকিং করেন, তা হলে চুল খোলা রাখবেন না। হালকা বান, মেসি বান বা বিনুনি করে রাখতে পারেন। এতে চুল নষ্ট হবে না।
রোদে বেশি ঘোরাঘুরি করলে সূর্যের অতিবেগনি রশ্মির কারণে চুলের জেল্লা চলে যায়। চুলের ডগা ফাটা কিংবা চুলের রং নষ্ট হয়ে যাওয়া বা লালচে হয়ে যাওয়ার মতো সমস্যা শুরু হয়। তাই রোদে যদি বেশি ক্ষণ থাকতে হয়, তা হলে মাথায় স্কার্ফ বেঁধে রাখা ভাল, অথবা টুপিও পরতে পারেন। রোদ লেগে চুলের প্রাকৃতিক রং নষ্ট হয়ে গেলে তা ফিরিয়ে আনতে পারে অ্যালো ভেরা জেল। ঘুরতে গেলে সঙ্গে অ্যালো ভেরা রাখুন। আধ ঘণ্টা টাটকা অ্যালো ভেরার শাঁস মেখে রাখুন। তার পর হালকা শ্যাম্পু দিয়ে চুল ভাল করে ধুয়ে ফেলুন।
আরও পড়ুন:
ড্রাই শ্যাম্পু রাখতে পারেন সঙ্গে। এতে চুল ভেজানোর প্রয়োজন নেই। তবে প্রয়োজনের অতিরিক্ত ড্রাই শ্যাম্পু ব্যবহার করবেন না, এতে চুল আরও বেশি রুক্ষ হয়ে যাবে।
চুলের জন্যও জরুরি ময়েশ্চারাইজ়ার। সারা দিন বাইরে ঘোরাঘুরি করলে চুল রুক্ষ হয়ে গোড়া নষ্ট হয়ে যেতে পারে। তাই চুল নরম রাখতে সঙ্গে আমন্ড অয়েল রাখতে পারেন। তবে রোজ রোজ চুল ভেজাবেন না আর ভেজা চুলে শুয়ে পড়বেন না। এতে চুলের গোড়া পচে যাবে।
নারকেলের দুধ, অ্যালো ভেরা আর মেথি দিয়ে ঘরোয়া কন্ডিশনার তৈরি করে বোতলে রেখে দিতে পারেন। যখনই শ্যাম্পু করার সুযোগ পাবেন, তার পরে এই কন্ডিশনার লাগিয়ে নেবেন চুলে। এই কন্ডিশনার ব্যবহারে চুল হয়ে উঠবে স্বাস্থ্যেজ্জ্বল ও প্রাণবন্ত। তবে তাড়াতাড়ি চুল শুকোনোর জন্য বার বার হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না। এতে চুল নষ্ট হয়ে যাবে।