Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Makeup

Makeup: মেকআপ তোলার ৫টি ঘরোয়া উপায়

মেকআপ না তুলে ঘুমোনোও যায় না। কিন্তু নিত্য পার্টি-বিয়েবাড়ি থাকলে খাটনি কমানোও দরকার। ঘরোয়া উপায়ে কী ভাবে মেকআপ তুললে ঝটপট হবে কাজ?

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২১ ১৬:০৯
Share: Save:

শীত মানেই বিয়েবাড়ির মরসুম। যাঁরা রোজ কাজে যাওয়ার সময়ে মেকআপ ব্যবহার করেন না, তাঁরাও এই সময়টায় মাঝেমধ্যে মেকআপ করেই থাকেন। মেকআপ করার সমস্যা হল, সাজের সময়ে তা খুব ভাল লাগলেও, দিনের শেষে খুব ক্লান্তি আসে তা তুলতে। মনে হয় ঘুমিয়ে পড়তে পারলেই হয়। এ দিকে, মেকআপ না তুলে ঘুমোনোও যায় না। কিন্তু নিত্য পার্টি-বিয়েবাড়ি থাকলে খাটনি কমানোও দরকার।

ঘরোয়া উপায়ে কী ভাবে মেকআপ তুললে ঝটপট হবে কাজ?

১) দুধ: মেকআপ তোলার জন্য দুধ বেশ কার্যকর। তুলো দুধে ভিজিয়ে নিয়ে, তা দিয়ে মুখ মুছে নিন। তাড়াতাড়ি মেকআপ উঠে যাবে। সঙ্গে দুধের প্রভাবে ত্বক হবে আর্দ্র। ময়শ্চারাইজারের কাজও করে দেবে দুধ।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

২) নারকেল তেল: সবচেয়ে কম সময়ে মেকআপ তুলতে হলে নারকেল তেলের জুড়ি নেই। কয়েক ফোঁটা নারকেল তেল একটি কাপড়ে নিয়ে তা দিয়ে চোখ-মুখ পরিষ্কার করুন। ত্বকের আর্দ্রতা বজায় থাকবে। জেল্লাও বাড়বে।

৩) শসা: ত্বকের যত্নে শসার জুড়ি মেলা ভার। মেকআপ তোলার ক্ষেত্রেও তা-ই। যাঁদের মুখে ব্রণ আছে, তাঁরা তৈলাক্ত জিনিস ব্যবহার না করাই ভাল। এক টুকরো শসা মুখে ঘষে নিলে তাড়াতাড়ি লিপস্টিক, কাজল-সহ সব কিছুই উঠে যাবে।

৪) জলের ভাপ: গরম জলের ভাপ দেওয়া যায় মুখে। তাতে আর্দ্র হবে ত্বক। তার পর কোনও ভিজে কাপড় দিয়ে মুখ মুছে নিলেই মেকআপ উঠে যাবে।

৫) বেকিং পাউডার আর মধু: এই দু’টি উপাদান ত্বক পরিষ্কার রাখার জন্য খুবই কাজের। এক চামচ মধুতে সামান্য বেকিং পাউডার মিশিয়ে নিয়ে মুখে মাখুন। কিছু ক্ষণ রেখে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। মেকআপ উঠে যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Makeup Home Remedy Skin Care Tips
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE