রান্নায় স্বাদ বাড়াতে ফোড়ন হিসেবে আমরা হামেশাই লবঙ্গ ব্যবহার করি। দাঁতের ব্যথা কিংবা শুকনো কাশি হলেও কিন্তু লবঙ্গই করে মুশকিল আসান। তবে জানেন কি, চুলের পরিচর্যাতেও লবঙ্গের জুড়ি মেলা ভার?
চুল পড়ার সমস্যায় কম বেশি সকলেই নাজেহাল! কেউ কেউ আবার সারা বছর ধরে খুশকির সমস্যায় ভোগেন। নামী-দামি পণ্য ব্যবহার করেও সুফল মেলে না। চুলের এই সব সমস্যার দাওয়াই হতে পারে লবঙ্গ। অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর হেঁশেলের এই উপাদানটি চুলের গোড়া মজবুত করে। লবঙ্গে উচ্চ মাত্রায় ভিটামিন কে থাকে। লবঙ্গের তেল মাথায় লাগালে রক্ত সঞ্চালন ভাল হয়, ফলে নতুন চুল গজায়। কম বয়েসেই অনেকের পাকা চুল সমস্যা দেখা যায়। এই সমস্যা দূর করতেও লবঙ্গ দারুণ উপকারী।
তবে কেবল লবঙ্গের তেলই নয় ঘরোয়া পন্থায় লবঙ্গের জল বানিয়েও চুলে ব্যবহার করা যেতে পারে।