Advertisement
২০ এপ্রিল ২০২৪
Jewelry

How to store Jewelry: সাধের গয়না কালো হয়ে যাচ্ছে? কী ভাবে যত্নে রাখবেন?

যদি সঠিক পন্থায় গয়নার যত্ন নেওয়া যায়, তবে আপনার মূল্যবান গয়না থাকবে সব সময় নতুনের মতো ঝকঝকে। কী ভাবে যত্ন নেবেন?

শুধু গয়না কিনলেই হবে না,  গয়নার যত্নও নিতে হবে।

শুধু গয়না কিনলেই হবে না, গয়নার যত্নও নিতে হবে। ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৩৭
Share: Save:

মহিলাদের কাছে গয়নার কদর অন্য যে কোনও কিছুর তুলনায় অনেকটাই বেশি। তবে শুধু গয়না কিনলেই হবে না, গয়নার যত্নও নিতে হবে।

একেক ধরনের গয়নার যত্ন একেক রকম। যদি সঠিক পন্থায় গয়নার যত্ন নেওয়া যায়, তবে আপনার মূল্যবান গয়না থাকবে সব সময় নতুনের মতো ঝকঝকে। কী ভাবে যত্ন নেবেন? রইল তারই হদিশ।

১) পোশাকের সঙ্গে মানানসই গয়না না পরলে সাজটা ঠিক সম্পূর্ণ হয় না। কোনও শাড়ির সঙ্গে রুপোর গয়না ভাল যায়, কিছু শাড়ির ক্ষেত্রে আবার সোনাই মানানসই। অনেকেই সোনা ও রুপোর গয়না খুলে একই সঙ্গে রেখে দেন। এই ভুল কখনই করবেন না। বিভিন্ন ধাতু একে অপরের সঙ্গে বিক্রিয়া করে আপনার সাধের অলঙ্কারের উজ্জ্বলতা নষ্ট করে দিতে পারে।

২) গয়না খোলার পর মসলিন কাপড়ে মুছে কিছুক্ষণ বাইরে রাখুন। তার পরেই বাক্সে তুলবেন। ঘাম সমেত গয়না বাক্সে তুলে রাখলে দাগ পড়তে পারে। গয়নার রং নষ্ট হয়ে যেতে পারে।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

৩) গরম জায়গায় যে কোনও গয়না না রাখাই ভাল। অন্ধকার জায়গায় স্বাভাবিক তাপমাত্রায় গয়নাগুলি রাখুন। আলমারির ভিতর গয়না রাখতে পারলে খুব ভাল হয়। বাব্‌ল র‍্যাপে জড়িয়ে গয়না রাখুন। দাগ পড়বে না।

৪) খোলা জায়গায় রাখলে গয়না রাখলে খুব দ্রুত জেল্লা হারাতে থাকে। তাই বছরে অন্তত দু’বার সোনা, রুপো কিংবা অন্য ধাতুর গয়না পরিষ্কার করতেই হবে।

৫) হিরের গয়নাগুলি আলাদা আলাদা বাক্সে তুলে রাখাই ভাল। একসঙ্গে রাখলে হিরের ঔজ্জ্বল্য কমে যায়।

৬) মুক্তোর গয়না প্লাস্টিকের ব্যাগে ভুলেও রাখবেন না। কাঠের বাক্সে রাখুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jewelry Gold Jewelry
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE