চুল আঁচড়ালেই গোছা গোছা উঠে আসছে? নানা রকম হেয়ার-প্যাক মেখেই লাভ হচ্ছে না। তা হলে রোজের শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে নিন রোজ়মেরি অয়েল। অথবা রোজ়মেরি ব্যবহার করুন বিশেষ কিছু পদ্ধতিতে। চুল পড়া বন্ধ হবে খুব তাড়াতাড়ি। কেবল চুল পড়া বন্ধই নয়, অকালপক্কতার সমস্যা থেকেও রেহাই পাবেন।
রোজ়মেরি অ্যান্টিসেপ্টিক, অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদানে ভরপুর। নিয়মিত মাথার ত্বকে যে কোনও ধরনের সংক্রমণ রুখে দিতে পারে। এ ছা়ড়াও চুলের গোড়ায় পুষ্টিও জোগায়। এই ভেষজের মধ্যে রয়েছে ‘কারনোসিক অ্যাসিড’ যা মাথার ত্বকের স্নায়ুগুলিকে উদ্দীপিত করে, যা নতুন চুল গজাতে সাহায্য করে।
আরও পড়ুন:
রোজ যে শ্যাম্পু ব্যবহার করেন, তার সঙ্গে কয়েক ফোঁটা রোজ়মেরি মিশিয়ে নিন। এ বার শ্যাম্পু চুলে মেখে ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
নারকেল তেল বা অলিভ তেলের সঙ্গে রোজ়মেরি মিশিয়ে নিন। এই তেল ভাল করে মাথায় মালিশ করে ১ থেকে ২ ঘণ্টা অপেক্ষা করুন। তার পর শ্যাম্পু করে নিন।
যে কোনও তেলের মধ্যে ৪ থেকে ৫ ফোঁটা রোজ়মেরি অয়েল মিশিয়ে মাথার তালুতে মালিশ করা যেতে পারে। আবার অনেকেই তেল মাখতে পছন্দ করেন না। সে ক্ষেত্রে এই গাছের পাতা জলে ফুটিয়েও মাথার ত্বকে তা মেখে রাখা যেতে পারে। তবে অনেকেরই এই নির্যাস থেকে ত্বকে অ্যালার্জি বা অস্বস্তি হতে পারে। তাই ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।